রদ্রিগো কি রিয়াল ছাড়ছেন, উত্তর দিলেন নিজেই

7
Spread the love


স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এমন সংবাদ বেশ কিছুদিন ধরেই আলোচনা ছড়াচ্ছে। ইংলিশ বেশ কিছু ক্লাব নিতে চায় তাকে, এমন প্রতিবেদনও করেছে কিছু গণমাধ্যম। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়ালের আক্রমণভাগের এই খেলোয়াড় নিজেই।

বেশ কয়েক সপ্তাহ ধরেই রিয়ালে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। এই গুঞ্জনের পালে হওয়া পায় গত রবিবার বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকোতে রদ্রিগো না খেললে। চলতি সপ্তাহের শুরুতেই স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানায়, স্প্যানিশ রাজধানী ছেড়ে আগামী গ্রীষ্মের দলবদলেই নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছেন রদ্রিগো।

ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের দলবদলের গুঞ্জনের মধ্যে জনপ্রিয় স্পোর্টস সাময়িকী এএস স্পোর্টস জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব রদ্রিগোর প্রতি আগ্রহী। পরবর্তী মৌসুমে তাকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে নাকি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ক্লাবটি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার বিকল্প হিসেবে চায়। এদিকে নতুন স্ট্রাইকারের খোঁজে থাকা আর্সেনালও নাকি রদ্রিগোর প্রতি আগ্রহী।

তবে সব গুজব উড়িয়ে দিয়েছেন রদ্রিগো নিজেই। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রদ্রিগো বলেন, ‘সব মেসেজ ও উদ্বেগের জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই (রিয়ালের হয়ে মাঠে) ফিরবো। গুজব ছড়ানো বন্ধ করুন।

প্রসঙ্গত, আজ রাতে বাঁচা-মরার ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আজকের ম্যাচে হারলে তো অবশ্যই, ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার।