বাংলাদেশের মেয়েদের উন্নতি

7
Spread the love


স্পোর্টস ডেস্ক

আইসিসি উইমেন’স ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে নিগার সুলতানা জ্যোতির দল। আজ বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে এই তথ্য জানায় আইসিসি।


সবশেষ এই ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। তার পরের বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ।

উল্লিখিত প্রথম ভাগে ১৭টি ওয়ানডে খেলে মাত্র ৩টিতে জয় পায় বাংলাদেশ। হারে ৯টিতে আর ফল আসেনি ৩ ম্যাচে। দুই ম্যাচ টাই হলেও একটি আবার সুপার ওভারে জেতে বাংলাদেশ। আর শেষের ভাগে ১১টি ওয়ানডে খেলে ৭টিতেই জয় পায় বাংলাদেশ।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট এখন ৭৯। ১ রেটিং পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে পাকিস্তান। তারাও একধাপ এগিয়েছে। এই দুই দলকে জায়গা দিয়ে দুই ধাপ পেছনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ (৭২ রেটিং পয়েন্ট)। শীর্ষে থাকা ৬ দল একই আছে।

১৬৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। পরের পাঁচটি স্থানে যথাক্রমে- ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।