দিঘলিয়া ও বটিয়াঘাটার দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

13
Spread the love


স্টাফ রিপোর্টার
মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে দুপুরে নগরীর খুলনা সদর থানাধীন হোটেল রয়েল এর সমানে থেকে মোঃ সোলায়মান মোড়ল (৩৩)কে আটক করে।
আটককৃত সোলায়মান মোড়লের বাড়ি বটিয়াঘাটার সুরখাল ইউনিয়নে। বর্তমানে সে সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ছায়রা স্মরণী, হোটেল পুষ্প বিলাসের পিছনে এসে পলাতক জীবনযাপন করে বলে পুলিশ জানায়। আটক সোলায়মান বাংলাদেশ আওয়ামী যুবলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার সদস্য। তার নামে খুলনা সদর থানায় একটি মামলা নং-১৯ রয়েছে। যার ধারা হচ্ছে, ১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩৮০/৫০৬(২) পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী। সে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন দমন করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অপর দিকে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃআমজদ মোল্লা(৪১)কে কেএমপি ডিবির অপর একটি টিম গ্রেপ্তার করে ।
তার বিরুদ্ধে গত জুলাই আগস্ট এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর অভিযোগ দিঘলিয়া থানা সহ খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।