আচমকা দল পাওয়া মোস্তাফিজ কি আইপিএল খেলতে পারবেন

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

দুই কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও সবশেষ আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাড়ালে ভাগ্য খেলে বাংলাদেশি এই তারকার। ৬ কোটি রুপির রেকর্ডমূল্যে বাঁহাতি এই পেসারকে কিনে নেয় দিল্লি। তবে দল পেলেও তার আইপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর আগামী শনিবার থেকে আবারও শুরু হবে আইপিএল। তবে একই দিনে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজ খেলতে এরই মধ্যে সেদেশে উড়াল দেওয়ার কথা মোস্তাফিজের। একই মাঠে সোমবার পরের টি-টোয়েন্টি।

আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সেই সিরিজ শেষ হবে ৩ জুন। একই দিনে হবে আইপিএল ফাইনাল। তাই মোস্তাফিজকে আইপিএল অথবা জাতীয় দল যেকোনো একটিকে বেছে নিতে হবে। আইপিএল খেলতে চাইলেও মোস্তাফিজকে বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না, সেটিও একটি বিষয়।

যদিও মোস্তাফিজের তরফ থেকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র এখনো চাওয়া হয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে মোস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় দিল্লি। আইপিএল ওয়েবসাইট থেকেও দেওয়া হয় বিবৃতি। সুজন বিষয়টি নিয়ে বলেছেন, ‘শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট বা আইপিএলের ওয়েবসাইটের নোটিশের ওপর ভিত্তি করে কিছু বলতে পারছি না। আমরা যত দূর জানি, সন্ধ্যার ফ্লাইটে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাবে মোস্তাফিজ।’