স্পোর্টস ডেস্ক
এল ক্লাসিকো ম্যাচে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও ডিফেন্ডার লুকাস ভাসকেস উভয়েই চোট পেয়েছেন। ফলে মাঠের বাইরে ছিটকে গেছেন তারা।
ভিনিসিউস এবং ভাসকেসের এই চোটের ফলে অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের আক্রমণ ও রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভিনিসিউস, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার অনুপস্থিতি দলের আক্রমণভাগে ঘাটতি সৃষ্টি করতে পারে।
এদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ তাকে এখন বিকল্প খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে হবে।
লা লিগা শেষে বিদায় নিচ্ছেন আনচেলত্তি। সোমবার এই ইতালিয়ান কোচকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। নতুন ভূমিকায় তার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬ মে।
আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শাবি আলোন্সোর নাম। বলা যায়, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে জুন-জুলাইয়ে রেয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে খেলবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।