কোহলির অবসরে স্ত্রী আনুশকার আবেগঘন বার্তা

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কেননা সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্তের পর তার স্ত্রী ও অভিনেত্রী আনুশকা শর্মা একটি আবেগঘন বার্তা দিয়েছে

আনুশকা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাই তোমার রেকর্ড আর মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের পানি, যা তুমি কখনও কাউকে দেখাওনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। আর ক্রিকেটের এই ফরম্যাটকে তুমি যে নিঃশর্ত ভালোবাসা দিয়েছ।’

তিনি আরও লেখেন, ‘আমি সবসময় ভেবেছিলাম তুমি সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময় তোমার হৃদয়ের কথা শুনেছ। তাই শুধু এটুকুই বলব—এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।’

মূলত এই বার্তায় আনুশকা কোহলির কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং মানসিক সংগ্রামের কথা তুলে ধরেছেন, যা সাধারণ দর্শকের চোখে পড়ে না। তিনি উল্লেখ করেছেন, প্রতিটি টেস্ট সিরিজের পর কোহলি আরও পরিণত ও নম্র হয়ে উঠেছেন, এবং এই যাত্রার সাক্ষী হওয়া তার জন্য সৌভাগ্যের।

এর আগে কোহলি তার অবসর ঘোষণায় লিখেছেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করব।’

এদিকে অবসরের পর, বিরাট ও আনুশকা তাদের মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে গেছেন। যেখানে তারা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিয়েছেন।