ইংলিশ প্রিমিয়ার লিগের আরও কাছে হামজার দল শেফিল্ড

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

ব্রিস্টল সিটিকে দুই লেগে বিধ্বস্ত করে ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লেঅফ ফাইনালে পৌঁছে গেল শেফিল্ড ইউনাইটেড। আর ফাইনাল জিতলেই হামজা চৌধুরীর দল আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারবে।

ব্রিস্টলের মাঠে প্লেঅফ সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে আসা শেফিল্ড সোমবার ঘরের মাঠে জেতে একই ব্যবধানে। ফলে একতরফা লড়াইয়ে ৬-০ গোলের অগ্রগামিতায় তারা পৌঁছে যায় প্লেঅফ ফাইনালে।

আগামী ২৪ মে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ফাইনাল হবে।

এদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে প্রিমিয়ারে জায়গা করে নেয় তিনটি দল। শীর্ষে থাকা দুই দল সরাসরি উঠে যায় প্রিমিয়ারে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দল প্লেঅফ সেমি-ফাইনাল ও ফাইনাল খেলে নিজেদের মধ্যে। এখানে জয়ী দল প্রিমিয়ারে উন্নীত হয় তৃতীয় দল হিসেবে।

যেখানে এবার সরাসরি প্রিমিয়ারে উঠেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। শেফিল্ড ছিল তৃতীয়। ফাইনালে শেফিল্ডের প্রতিপক্ষ সান্ডারর‌্যান্ড ও কভেন্ট্রি সিটির লড়াইয়ে জয়ী হওয়া দল। প্রথম লেগে কভেন্ট্রির মাঠে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। দ্বিতীয় লেগ মঙ্গলবার।

এর আগে গত মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে স্রেফ তিনটিতে জিতে প্রিমিয়ার থেকে অবনমন হয় শেফিল্ডের। এক মৌসুম পরই আবার ফেরার দুয়ারে তারা।

তবে শেফিল্ড শেষ পর্যন্ত প্রিমিয়ারে উঠতে পারলেও হামজা কোথায় খেলবেন, সেটি নিশ্চিত নয় এখনও। তার মূল ক্লাব লেস্টার সিটি। গত জানুয়ারিতে তিনি মৌসুমের বাকি সময়টার জন্য ধারে খেলতে আসেন শেফিল্ডে।

আবার প্রিমিয়ার লিগ থেকে এবার অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টারের। শেফিল্ডের হয়ে ধারে খেলে যেভাবে পারফর্ম করেছেন ও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন হামজা, তাতে তাকে ধরে রাখতে চেষ্টা করতেও পারে ক্লাবটি।