আমি এমন বোকামি করতে পারি না: ট্রাম্প

5
Spread the love


আন্তর্জাতিক ডেস্ক ||
কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার হিসেবে বিমান গ্রহণের পরিকল্পনা নিয়ে নীতিগত উদ্বেগকে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উদার প্রস্তাব প্রত্যাখ্যান করা ‘বোকামি’ হবে। তিনি এ ধরনের বোকামি করতে পারেন না। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প এ কথা বলেছেন।


কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বিমানটি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হবে। মার্কিন সরকারের প্রাপ্ত সবচেয়ে মূল্যবান উপহারগুলোর মধ্যে একটি হবে এটি। এই প্রস্তাবের খবর ডেমোক্রেট এবং সুশাসনের সমর্থকদের কাছ থেকে তাৎক্ষণিক সমালোচনার জন্ম দিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এটি স্বার্থের সংঘাত হবে যা প্রেসিডেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এটি অনৈতিক এবং সম্ভবত অসাংবিধানিক।

ট্রাম্প জানিয়েছেন, বোয়িং ৭৪৭-৮ বিমানটি অবশেষে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দান করা হবে। ক্ষমতা ছাড়ার পর ব্যক্তিগত কারণে এটি ব্যবহারের কোনো পরিকল্পনা তার নেই।

মধ্যপ্রাচ্য ভ্রমণে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি কাতারের পক্ষ থেকে একটি দুর্দান্ত পদক্ষেপ। আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি কখনই এই ধরণের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো ব্যক্তি হব না।”

তিনি বলেছেন, “আমি বলতে চাইছি, আমি একজন বোকা ব্যক্তি হতে পারি না যে বলে আমরা বিনামূল্যে অত্যন্ত দামি বিমান চাই না।”

রিপাবলিকান প্রেসিডেন্ট এই প্রস্তাবকে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর প্রতিরক্ষায় মার্কিন সহায়তার জন্য কৃতজ্ঞতার নমুনা হিসেবে আখ্যা দিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন. প্রতিরক্ষা বিভাগ অনুদানের বিষয়ে আইনি বিবরণ এখনো তৈরি করছে। এর বিনিময়ে কাতারিরা কী চাইতে পারে তা নিয়ে চিন্তিত নয় ট্রাম্প প্রশাসন।