লিটনের শক্তিমত্তা-দুর্বলতা কী, জানালেন সালাউদ্দিন

6
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

গত ৪ বছর ধরেই বিভিন্ন সময়ে বাংলাদেশকে ৩ সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তবে পূর্ণ মেয়াদে এই প্রথম অধিনায়ক হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে তাকে অনেকদিনের জন্য অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে লিটনের। তার আগে তাকে নিয়ে অনেক কথা বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


লিটনকে অনেকদিন ধরেই চেনেন সালাউদ্দিন। তার নেতৃত্বেইবিপিএলের ২০২৪ সালের আসরে ফাইনালে খেলেছিল কুমিল্লা। তখন কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন। তাছাড়া ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়ক ছিলেন লিটন। সেবার সিনিয়র সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করেন সালাউদ্দিন। তাই লিটনকে খুব ভালো করেই চেনা আছে সালাউদ্দিনের।

আজ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শুরুর আগে লিটনের শক্তিমত্তার জায়গা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গা… সে খুব ভালো ট্যাকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো বিশ্লেষণ করে। কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটা এগিয়ে নিতে হবে; সেই সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন; সবকিছুই তার ভালো।’

টি-টোয়েন্টিতে একদমই রান পাচ্ছেন না লিটন। সবশেষ ২৪ টি-টোয়েন্টি ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি। লিটনের দুর্বলতা এখানেই বলে মনে করেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ, ‘আর (লিটনের)দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছু দিন ধরে সে রান করেনি। এটা হয়তো আপাতত তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি সে এটা থেকে বেরিয়ে আসবে।’

অধিনায়ক লিটনকে সাকিব আল হাসানের সঙ্গেও তুলনা করলেন সালাউদ্দিন, ‘লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে দেখে অন্য রকম মনে করি। যারা কাছ থেকে মেশে, তাদের সেই ভুল ধারণা থাকে না। একসময় সাকিবকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল। বাইরে থেকে মনে হতে পারে যে, তারা হয়তো অনেক কিছুই ঠিক মতো করে না। তবে একজন সতীর্থ ও অধিনায়ক হিসেবে যা কিছু করার, তার চেয়ে বেশিই সে করে।’