ভারত-পাকিস্তান উত্তেজনা: মোদিকে চিঠি রাহুলের

8
Spread the love


অনলাইন ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা প্রথম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা চান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী। সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান রাহুল।
রাহুল লিখেছেন, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামের জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর ও মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন। রাহুল একা নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও একই অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে। খবর এনডিটিভি