স্পোর্টস ডেস্ক
অবনমন নিশ্চিত হয়ে যাওয়া সাউথ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ৪৬ ম্যাচে মাত্র একটিতে জাল অক্ষত রাখতে পারা সাউথ্যাম্পটন শনিবার রুখে দিল তারকানির্ভর দল ও গত চারবারের চ্যাম্পিয়ন সিটিকে।
অথচ শনিবার সেন্ট ম্যারি স্টেডিয়ামে জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আর্সেনালের ওপর চাপ তৈরি করতে পারতো সিটি। সেটা তো পারলই না, উল্টো এখন এখন ধাপ নিচে নেমে যেতে পারে দলটি।
লিগে ৩৬ ম্যাচে ১৯ জয় ও ৮ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পেপ গায়ার্দিওলার শিষ্যরা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা আর্সেনাল। সমান ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানের দল নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি মুখোমুখি হবে রবিবার। এই ম্যাচের বিজয়ীরা সিটিকে টপকে উঠে যাবে তিনে।