খুলনাঞ্চল রিপোর্ট
সুন্দরবন উপকূলসহ মোংলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। গত কয়েক দিন ধরে অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কের পিচ গলে যাচ্ছে। গলিত পিচ জুতা ও গাড়ির চাকায় লাগায় বিড়ম্বনায় যানচালকসহ স্থানীয়রা। এদিকে প্রচণ্ড গরমে লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং ভোগান্তি আরও বাড়িয়েছে। মোংলা আবহাওয়া অফিস বলছে, রোববার (১১ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪০ শতাংশ।
মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলাসহ খুলনা বিভাগে আরও দুইদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় জনসাধারণকে পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার এবং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
উপজেলার মিঠাখালী এলাকার মটরসাইকেল চালক মো. সুলতান আহমেদ বলেন, গত তিন দিন ধরে খুলনা-মোংলা মহাসড়কের করুন অবস্থা। প্রচণ্ড গরমে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটির বেশ কিছু এলাকার পিচ গলে গেছে। রাস্তার এ পিচ মটরসাইকেলের চাকায় লেগে যাওয়ার পাশাপাশি গলিত পিচ জুতাও লেগে যাচ্ছে, যে কারণে আমাদের চলাচলে খুব কষ্ট হচ্ছে।
উপজেলার চাঁদপাইয়ের বাসিন্দা কামাল হোসেন বলেন, একদিকে প্রচণ্ড গরম, তার উপর ঘনঘন লোডশেডিং আমাদের কষ্ট আরও বাড়িয়েছে। রাতে দুই থেকে তিন ঘন্টা কারেন্ট থাকে না। গরমে ঘরে ঘুমাতে পারি না। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি।