চেলসিকে হারিয়ে সিটিকে টপকালো নিউক্যাসল

5
Spread the love


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে আগেই নিশ্চিত হয়েছে লিভারপুলের শিরোপা। তবে এর পরের স্থানগুলো নিয়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা। আজ একটি দল এগিয়ে যায় তো পরদিন তাদের টপকে যায় কেউ। এই যেমন আজ রবিবার চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইডেকে টপকে গেল নিউক্যিাসল ইউনাইটেড।

সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ম্যাচটি জিতেছে ২-০ গোলে। স্বাগতিকদের হয়ে প্রথম গোল দেন সান্দ্রো তোনালি আর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমেরেস। ফলে প্রিমিয়ার লিগের টেবিলে ৩ নম্বরে উঠে এল দলটি।

আজ ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। বাঁ পায়ের শটে গোল চেলসির জালে বল জড়ান ইতালিয়ান মিডফিল্ডার তোনালি। ৩৫তম মিনিটে নিউক্যাসলের সভেন বোটমানকে ফাউল করে লাল কার্ড দেখেন চেলসির সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। ১-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়ান গিমেরেস।

প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচটি দল উঠবে চ্যাম্পিয়ন্স লিগে। এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো নিউক্যাসলের। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এডি হাউয়ের দল। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। ।