চার দিন ধরে নিখোঁজ খুলনার মাহিনের সন্ধান চায় পরিবার

20
Spread the love


স্টাফ রিপোর্টার
খুলনার খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকা থেকে মো. সাইদুল ইসলাম মাহিন (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মাহিনের বাবা মো. মিজানুর রহমান জানান, ওই রাতেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন মাহিন। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ করা হয়। কোথাও তাঁর সন্ধান মেলেনি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ চেক শার্ট ও জিনস প্যান্ট।
খালিশপুর ফাঁড়ির ইনচার্জ মিলন সরকার জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাহিনের খোঁজ পেলে খালিশপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।