‘আমাকে ধমকাবেন না, যা পারেন করিয়েন’ শিরোনামে প্রকাশিত সংবাদ: এড. সাইফুলের প্রতিবাদ

351
Spread the love


খবর বিজ্ঞপ্তি।।

গত ১৩ এপ্রিল ২০২৫ ইংরেজি তারিখে দৈনিক খুলনাঅঞ্চলে প্রকাশিত সংবাদ বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র সেখ জুয়েলকে অ্যাডভোকেট সাইফুল: আমাকে ধমকাবেন না, যা পারেন করিয়েন’ শিরোনামে ছাপানো সংবাদ আমার দৃষ্টি বছর হয়েছে । প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য খুলনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ জুয়েল এর সাথে এই জাতীয় কোন বাকবিতণ্ড কিংবা কোন কথা কাটাকাটি আমার হয় নাই। একটি কুচক্রী মহল মিথ্যা এবং ভুল সংবাদ পরিবেশন এর মধ্যে দিয়ে রাজনৈতিক এই সংকট সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য সাংসদ শেখ জুয়েল এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের অবনতির সৃষ্টি করার একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া আর কিছু নয়। সংবাদটি ছাপার পূর্বে সংশ্লিষ্ট পত্রিকার কোন সাংবাদিক বন্ধু আমার সাথে কোন যোগাযোগ করেন নাই কিংবা বিষয়টি জানতে চাওয়ার প্রয়োজন মনে করেন নাই।
পাশাপাশি আওয়ামী লীগের একাধিক সূত্রের কথা উল্লেখ করেছেন। কিন্তু তাদের নাম পদবী কোথাও উল্লেখ করেন নাই অর্থাৎ বিষয়টি একেবারেই মনগড়া একটা সংবাদ পরিবেশন ছাড়া অন্য কিছু নয় কিছু নয়। আশা করি কোন রাজনৈতিক ব্যক্তিদের নামে তথ্য-উপাত্ত প্রমাণাদি ছাড়া কোন সংবাদ না ছাপানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই জাতীয় মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন এর জন্য আবারো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।