বিনোদন ডেস্ক।।
পহেলা বৈশাখকে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক উপহার নিয়ে হাজির হচ্ছে ‘ক্যাচ বাংলাদেশ’। বাংলা নববর্ষের উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে নতুন গান ‘নগর বৈশাখ’, যেটির সংগীত পরিচালনায় আছেন প্রতিভাবান সংগীতশিল্পী অভিষেক ভট্টাচার্য। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী রাফা ও নাশা।
গানটির কথা লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকাল তানজির শুদ্ধ। শহরের বৈশাখী রঙ, উৎসবের ভিন্নমাত্রা ও নাগরিক জীবনের ছন্দকে কেন্দ্র করেই তৈরি এই গান। নির্মাতাদের প্রত্যাশা, গানটি তরুণ প্রজন্মের অনুভূতি ও ভাবনাকে ছুঁয়ে যাবে।
গানটি নিয়ে অভিষেক বলেন, “গ্রামের তুলনায় শহরের বৈশাখ ভিন্ন রকমের। এখানকার বৈশাখে ব্যস্ততার মাঝেও মানুষ নিজস্বভাবে উৎসব উদযাপন করে—কখনো রাস্তায়, কখনো রুফটপে বা ক্যাফেতে, এমনকি সোশ্যাল মিডিয়ায়। ‘নগর বৈশাখ’ সেই শহুরে বৈশাখের এক টুকরো গল্প।”
রাফা যোগ করেন, “গানটার প্রতিটি দিক—মিউজিক প্রোডাকশন, লিরিক, আর সামগ্রিক মুড—সব কিছুতেই আমরা চেষ্টা করেছি এক আধুনিক কিন্তু দেশীয় বৈশাখী অনুভব তুলে ধরতে।”
গানটি খুব শিগগিরই মুক্তি পাবে ইউটিউব, স্পটিফাই, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস ও স্টোরি, টিকটক-সহ সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়া ব্যক্তিগত ভিডিও বা কনটেন্টে গানটি ব্যবহারের সুযোগ থাকছে, উৎসবের মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুলতে।