স্পোর্টস ডেস্ক।।
চলতি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হেরেছে ২ ম্যাচে। ৩ জয়ের সবকয়টিই এসেছে অন্যের মাঠে গিয়ে। নিজেদের মাঠ চিন্নাসামী স্টেডিয়ামে দুইটি ম্যাচই হেরেছেন বিরাট কোহলিরা। সবশেষ গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই মাঠে ৬ উইকেটে হেরেছে বেঙ্গালুরু।
দিল্লির বিপক্ষে হার দিয়ে চিন্নাসামী স্টেডিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়ে ফেলেছে বেঙ্গালুরু। আইপিএলে নিজেদের মাঠে এখন সবচেয়ে বেশি হার এককভাবো বেঙ্গালুরুর। গতকালের হার ছিল এই মাঠে তাদের ৪৫তম। নিজেদের মাঠে বেঙ্গালুরুর জয়-পরাজয় অনুপাত ০.৯৭৭।
বেঙ্গালুরুর পরই ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড দিল্লির। দলটি অরুন জেটলি স্টেডিয়ামে এখনো পর্যন্ত ৪৪টি ম্যাচ হেরেছে। তৃতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৩৮ ম্যাচ।
এখনো পর্যন্ত কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে গিয়ে জিতে ফিরেছে বেঙ্গালুরু। তবে ঘরের মাঠে গুজরাট টাইটানস ও দিল্লির বিপক্ষে দেখতে হয়েছে হারের মুখ। ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে দলটি এখন পয়েন্ট তালিকার তিন নম্বরে। ৪ ম্যাচের সবকয়টিতে জিতে দুইয়ে দিল্লি। ৫ ম্যাচে ৪ জয় পাওয়া গুজরাট টাইটানস আছে সবার ওপরে।