প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে সুদর্শনের রেকর্ড

5
Spread the love


স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সাই সুদর্শন তেমন পরিচিত কোনো নাম নয়। ব্লু জার্সিতে মাত্র ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে আবার ব্যাটও করেননি, বল তো না-ই। সেই সুদর্শনই এমন এক রেকর্ড গড়লেন, যা আগে করতে পারেননি কোনো ভারতীয়ই।

আইপিএলে প্রথম ৩০ ইনিংস শেষে রান তোলার তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন সুদর্শন। সেরা পাঁচে বললেও সুদর্শনের কীর্তিকে ছোট করে দেখা হবে। মূলত, ৩০ ইনিংস শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে এখন এই ওপেনার। তিনি ঢুকে পড়লেন শন মার্শ, ম্যাথু হেইডেন, কেন উইলিয়ামসন ও ক্রিস গেইলদের ক্লাবে।

৩০ ইনিংস শেষে ২৩ বছর বয়সী সুদর্শনের রান এখন ১ হাজার ৩০৭। ৪৮.৪০ গড় ও ১৪১.৬০ স্ট্রাইক রেটে এই রান করছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। তালিকায় সবার ওপরে থাকা শন মার্শের রান ১ হাজার ৩৩৮। ৩০ ইনিংস শেষে তিনে থাকা গেইলের রান ১ হাজার ১৪১, চারে থাকা উইলিয়ামসনের ১ হাজার ৯৬ ও পাঁচ নম্বরে থাকা হেইডেনের রান ১ হাজার ৮২।

চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুইয়ে সুধারসন। ৪ ইনিংসে ২৭৩ রান করেছেন গুজরাট টাইটানসের এই ব্যাটার। পঞ্চাশের ওপর গড় ও দেড় শ’র ওপর স্ট্রাইকরেট রেখে ৩ ফিফটিতে এই রান করেছেন তিনি। সমান ইনিংসে ২৮৮ রান নিয়ে সবার ওপরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান।