স্পোর্টস ডেস্ক।।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শেষে শিরোপার সঙ্গে সঙ্গে বেশ মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা। তাদের দেওয়া হবে ৫ লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ কোটি টাকারও বেশি। আর রানার্স আপ দল পাবে ২ লক্ষ মার্কিন ডলারের চেক।
বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে পিসিবি। আগামী ১১ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৮ মে পর্যন্ত।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুটি এলিমিনেটর এবং গ্র্যান্ড ফাইনালসহ ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ মে প্রথম কোয়ালিফায়ারসহ ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম এবং মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি যথাক্রমে পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্সের নেতৃত্ব থাকছেন। নতুন অধিনায়ক হিসেবে করাচি কিংস ডেভিড ওয়ার্নারকে এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সৌদ শাকিলকে বেছে নিয়েছে।