স্পোর্টস ডেস্ক।।
উইকেটের পেছনে বেশ চনমনে থাকেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রতিপক্ষ ব্যাটারের প্যাডের কোথাও লাগলে আবেদন করেন দ্রুততার সঙ্গেই। আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য একটি চাপ সৃষ্টি করেন। যদিও ডিআরএস নেওয়ার রেকর্ড খুব একটা ভালো নয় তার। এজন্য এবার তাকে খোঁচা দিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিশান।
ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর একটি প্রশ্নের জবাবে ইশান টেনে আনেন রিজওয়ানকে। ইশানের প্রশংসা করে অনিল বলছিলেন, ‘আমার আম্পায়ারিংয়ে তুমি অনেক খেলেছ। এখন তুমি অনেক পরিণত হয়েছ। যখন দরকার তখনই আউটের আবেদন করো। আগে তুমি অনেক বেশি আবেদন করতে। কীভাবে এই পরিবর্তন এল?’
জবাবে ইশান বলেন, ‘আমার মনে হয় এখন আম্পায়াররাও অনেক বিচক্ষণ হয়েছেন। বার বার আবেদন করলেও তারা আউট দেবেন না। তার থেকে যখন দরকার পড়বে তখনই আবেদন করো। তা হলে আম্পায়াররাও ভাবেন, আবেদনে আত্মবিশ্বাস আছে। রিজওয়ান হয়ে কোনো লাভ নেই। আম্পায়ারেরা একবারও আউট দেবেন না।’
আম্পায়াররা আগের চেয়ে এখন আরও আত্মবিশ্বাসী হয়েছেন দাবি করে ইশান বলেন, ‘সত্যি বলতে, সব ক্ষেত্রেই উন্নতির জায়গা আছে। কিন্তু আমার মনে হয়, এখন আম্পায়াররা আরও বেশি আত্মবিশ্বাসী। তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। তাই বেশি আবেদন করে কোনো লাভ নেই। তাদের উপর কোনো প্রভাব পড়ে না।’
দীর্ঘদিন ভারত দলে নেই ইশান। এবার তাকে ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ানস। তবে বেশ চড়া দামেই এই উইকেটকিপার ব্যাটারকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে দামের প্রতি বেশ ভালো রকমের সুবিচারই করেন তিনি।