স্পোর্টস ডেস্ক।।
গত কয়েক বছরে আলোচনায় আসা ভারতের উজ্জ্বল প্রতিভাদের একজন অভিষেক শর্মা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের নেওয়া পরিকল্পনার খুব বড় একটা জায়গা জুড়ে রয়েছেন অভিষেক। এই পর্যায়ে তার উঠে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। এটা অবলীলায় স্বীকার করেন অভিষেক নিজেও।
কোডিড-১৯ লকডাউনের সময় নিজের বাড়িতে রেখে অভিষেক ও শুভমান গিলের প্রশিক্ষণ করিয়েছেন যুবরাজ। বিষয়টি তাই কাছ থেকেই দেখেছেন যুবরাজের বাবা যোগরাজ সিং। অভিষেক কীভাবে ভালো করতে পারে সে ব্যাপারে যুবরাজকে উপদেশ দিয়েছিলেন যোগরাজও।
সম্প্রতি সেই বিষয়টি স্বীকার করে যোগরাজ বলেন, ‘অভিষেক যখন খেলছিল, আমি (যুবরাজকে) বলেছিলাম, যদি তুমি তার রাতের জীবন (রাতে পার্টি বা অন্য আমোদ-প্রমোদে ব্যস্ত থাকা) নিয়ন্ত্রণ করতে পারতে… যুবরাজ ঠিক তাই করত এবং তাকে এখানে সেখানে যেতে দিত না। সে নিয়ন্ত্রণ তার হাতেই রেখেছিল। …তাই সে ঠিক আছে। বন্য ঘোড়াদের চুল শক্ত করে ধরে নিয়ন্ত্রণ করা দরকার।’
২০২৪ সালে আইপিএলে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন অভিষেক। গত বছর রানার্স আপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা অভিষেক ১৬টি ইনিংস খেলে দুই শ’র ওপর স্ট্রাইকরেট রেখে করেছেন ৪৮৪ রান। ট্র্যাভিস হেডের সঙ্গে তার বিস্ফোরক উদ্বোধনী জুটি ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে একটি। সেই বছরের শেষের দিকে ভারতের হয়ে অভিষেকের পরও বিস্ফোরক ফর্ম ধরে রাখেন। ১৭টি টি-টোয়েন্টি খেলে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন। ৩৩.৪৩ গড় এবং ১৯৩.৮৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।