ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন শাখার আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শোভনা গাবতলা ফুটবল মাঠে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, কোন চাঁদাবাজ, দখলবাজ ও লুটপাট কারিদের দলে স্থান হবে না। প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। তিনি বলেন যারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদের স্থান জাতীয়তাবাদী দল বিএনপিতে হতে পারে না। তারা মুনাফিকের দল তারা আত্মঘাতী। তিনি আরো বলেন ডুমুরিয়া হবে একটি দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক ডুমুরিয়া।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ ফরিদ হোসেন। উপজেলা যুবদল নেতা শেখ ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান,মোল্যা মাহাবুবুর রহমান, খান ইসমাইল হোসেন, জিএম মিজানুর রহমান লিটন, বিএম হাবিবুর রহমান,মশিউর রহমান লিটন,আমিনুর রহমান মোড়ল,আসাদুজ্জামান মিন্টু,শেখ দিদারুল হোসেন দিদার, মাষ্টার আয়ুব আহম্মেদ,সরদার দৌলত হোসেন, এফএম গোলাম সরোয়ার, আরজিনা বেগম, প্রভাষক মঞ্জুর রশিদ, আমিনুল ইসলাম, আবুল কাশেম মোল্লা,জিএম সাইকুল ইসলাম,সরদার বেলাল হোসেন,এফএম রফিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, হাদিউল মোল্যা, মিজানুর রহমান মোল্লা,আনোয়ার হোসেন, মফিজুল গাজী, সবুজ শেখ, হারুন বাগাতি,জাহাতাপ সরদার, মজিদ সরদার,ফয়সাল চৌধুরী,আঃ কাদের শেখ, হাবিবুর রহমান, সরদার আঃ লতিফ, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা জাকারিয়া হুসাইন। এর আগে কোরান তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের জিএস আমেরিকা প্রবাসী টিকু রহমানের পক্ষ থেকে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।