হাসপাতালে তামিম, মিরাজের সেঞ্চুরিতে জিতল তার দল

3
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করতে নেমেছিলেন মোহামেডানের তামিম ইকবাল। তবে মাঠে আর নামা হয়নি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। বুকে ব্যাথা ও পরে হার্ট অ্যাটাক করে যেতে হয়েছে হাসপাতালে। এর পরের ঘটনাপ্রবাহ দেশের ক্রিকেটভক্তদের জানা। তবে তামিমকে হাসপাতালে রেখেও ম্যাচ জিতেছে মোহামেডান।

তামিমের দলকে ম্যাচ জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টসে জিতে প্রথমে ব্যাট করে শাইনপুকুর। দলটিকে ২২৩ রানে আটকে রেখে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

২২৪ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ১৬৪ রান যোগ করেন মিরাজ ও রনি তালুকদার। এর মধ্যে ১০৩ রানই করেন মিরাজ। লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় ও ঢাকা লিগে এটি তার প্রথম সেঞ্চুরি। মাত্র ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় এই রান করে আউট হন তিনি। দ্বিতীয় ব্যাটার হিসেবে দলীয় ১৭৪ রানে ফেরেন রনিও। ৬১ রান আসে তার ব্যাট থেকে। পরে মাহিদুল ইসলাম অংকন, সাইফউদ্দিন আহমেদ ও নাসুম আহমেদ বাকি কাজটি সারেন।

এর আগে, তাইজুল ইসলামের স্পিনে ২২৩ রানে থামে শাইনপুকুর। ১০৭ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসেছিল দলটি। পরে শরীফুল ইসলামকে (৫৭) নিয়ে শাইনপুকুর অধিনায়ক রাইয়ান রাফসান (৭৭) দলের রান দুই শ পার করেন। আট ম্যাচের মধ্যে ৬টি জয় নিয়ে ডিপিএলে পয়েন্ট তালিকার দুইয়ে এখন মোহামেডান।

একই দিনে জয় পেয়েছে আবাহনীও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাব করে ৯ উইকেটে ২০১ রান। এই রান ৬৪ বল ও উইকেট হাতে রেখে পেরিয়ে যায় আবাহনী। ওপেনিংয়ে নেমে ১৩৩ বলে ১২৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ১৩টি চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। ৫৪ রান করেছেন মোসাদ্দেক। এই জয়ের ফলে টেবিলের সবার ওপরেই রইল আবাহনী।

দিনের অন্য ম্যাচে অগ্রণী ব্যাংককে ৩৪ রানে হারায় প্রাইম ব্যাংক। ওপেনার সাব্বির হোসেন (১২১ বলে ১০২) ও অধিনায়ক ইরফান শুক্কুরের (৯৪ বলে অপরাজিত ১০৭) সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২১ রান করে প্রাইম ব্যাংক। শেষের দিকে ৩৩ বলে ৪৮ রান করেন শাহাদাত হোসেন দিপু। জবাব দিতে নেমে অধিনায়ক ইমরুল কায়েস ১১৫ বলে ১১৬ করলেও হেরে যায় অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকের দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানি ৩টি করে উইকেট নিয়েছেন।