স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করতে নামলেও আর খেলা হয়নি মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের। হার্ট অ্যাটাক করে এখনো হাসপাতালে ভর্তি তিনি। মোহামেডানের হয়ে পরে অসমাপ্ত কাজটি করেন মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ সাইফউদ্দিনরা। ম্যাচের পর তামিমের শারীরিক অবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ জানালেন সাইফউদ্দিন।
তামিমের হার্ট অ্যাটাক হঠাৎই হয়নি, বেশ কিছুদিন ধরেই তার শরীর খারাপ ছিল বলে জানান সাইফউদ্দিন। আজ সোমবার সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে সাইফউদ্দিন বলেন, ‘ডিপিএলে আমি সবসময় উনার (তামিম ইকবাল) পাশের সিটে বসি। গত কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করলাম, উনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না।’
টসের পরে তামিম কেমন করেছিলেন তার বর্ণনা দিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আজকে ম্যাচের টস করে আসার পর ড্রেসিংরুমে উনার হাত দিয়ে বুক ধরতেছিল, তখনও বলছিল মনে হয় গ্যাস্ট্রিক অনেক সমস্যা করতেছে। কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি | সুস্থ হয়ে উঠুন তামিম ভাই।’
তামিমকে হাসপাতালে রাখার বেদনা নিয়েও আজ ম্যাচ জিতেছে মোহামেডান। টসে জিতে প্রথমে ব্যাট করে শাইনপুকুর। দলটিকে ২২৩ রানে আটকে রেখে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।
প্রসঙ্গত, আজ সাভারের বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে বুকে ব্যাথা অনুভব করায় আর মাঠে নামা হয়নি। অবস্থার অবনতি হলে তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুত সঙ্গে রিং পরানো হয়।। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি।











































