স্পোর্টস ডেস্ক।।
সাভারের বিকেএসপিতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিম ইকবালকে। ভর্তির পর এনজিওগ্রাম করানোর পর তার হার্টে স্টেন্ট বসানো হয়েছে। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি।
জ্ঞান ফিরেছে তামিমের। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি। কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে বের হয়ে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম। এ সময় আরেক বোর্ড পরিচালক ও তামিমের চাচা আকরাম খানও পাশে ছিলেন।
হার্টে রিং পরানোর পর এই সময়টা গুরুত্বপূর্ণ। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।
আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে বুকে ব্যাথা অনুভব করায় আর মাঠে নামা হয়নি। হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুত সঙ্গে রিং পরানো হয়। বর্তমানে সিসিইউতে আছেন তিনি।