ঝুঁকিপূর্ণ কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবন!

2
Spread the love


সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ভবনে দীর্ঘদিন সংস্কার অভাবে ২টা শৌচাগার ও সীমানা প্রাচীর, অফিস ভবন নানামুখী সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে খন্ডকালিন সাব রেজিস্টার মো. মাহমুদুর রহমান গণপূর্ত বিভাগকে অবহিত করে সংস্কারের আবেদন জানালেও দীর্ঘদিনেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান অফিস ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়া, পিলারে ফাটল সৃষ্টি, সিলিং এর জমাট খসে পড়া, ছাদ নষ্ট হয়ে ফাটল সৃষ্টি হয়ে অল্প বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়া, টয়লেট অকেজো হওয়া, পানির হাউজ এবং পাইপ নষ্ট হয়ে যাওয়া, কোলান্সেবল গেট নষ্ট হওয়া, সীমানা প্রাচীরের প্লাষ্টার খসে পড়া, অফিস ভবনের পূর্ব পাশের প্রাচীরে ফাঁটল, সীমানা প্রাচীরের উপরের কাটাতার নষ্ট হওয়া, অফিসে প্রবেশ গেট নষ্ট হওয়া, দরজা-জানালা ও গ্রীল নষ্ট হওয়া, টাইলস ও অফিস ভবন রং না করা সহ প্রভৃতি কারণে অফিস ভবনটি চরমভাবে ক্ষতিগ্রন্থ হচ্ছে। প্রাচীরের পাশে পুকুর থাকায় সিমেন্টের ব্লক দ্বারা বাঁধ দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, অত্র কার্যালয়ের ০১-০৩-২০২৩ তারিখের ১৪৬ নং স্মারক, ০৭-০৬-২০২৩ তারিখের ২৯২নং স্মারক এবং ০৩-০৭-২০২৪ তারিখের ৩৬১নং স্মারকের মাধ্যমে অফিস ভবন সংস্কার প্রসঙ্গে পত্র প্রেরণ করা হয় কিন্তু অদ্যবধি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে গত ১১-০২-২৫ তারিখে তিনি পুনরায় একটি আবেদন করেন। কিন্তু তারপরও কর্তপক্ষ ভবন সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
এমতাবস্থায় তিনি জরুরী ও জনগুরুত্বপূর্ণ বিধায় অফিস ভবন ও ভবনের ছাদ, টাইলস, বৈদ্যুতিক লাইন, প্রবেশ গেট, কোলান্সেবল গেট, দরজা-জানালা ও গ্রীল, সীমানা প্রাচীর, সীমানা প্রাচীরের কাটাতার, শৌচাগার এবং পানির লাইন অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।