স্পোর্টস ডেস্ক।।
২০২৪ সালের মার্চে সবশেষে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। দীর্ঘ একবছর পর দলে ফিরলেন তিনি। গত অক্টোবরে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছেন টমাস টুখেল। এরপর এই প্রথম দল ঘোষণা করলেন, আর তাতেই দলে জায়গা দিলেন রাশফোর্ডকে।
টুখেল ইংল্যান্ডের দল ঘোষণা করেছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ উপলক্ষে। আগামী ২১ ও ২৪ মার্চ আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে খেলবে ইংলিশরা। দলটির হয়ে টুখেলের যাত্রা শুরু হবে সেখান থেকেই।
ইংল্যান্ডের হয়ে ৬০ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন র্যাশফোর্ড। এছাড়াও ৬টি অ্যাসিস্ট আছে তার। সবশেষ ইউরোতে সাউথগেটের দলে ছিলেন না তিনি। ক্লাব ক্যারিয়ারে কিছুদিন আগেই দল পরিবর্তন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলা।
২০২৪ সালের ইউরোর পর ইংল্যান্ড কোচের পদ ছেড়ে দেন গ্যারেথ সাউথগেট। পরে কিছুদিন অন্তর্বর্তী কোচ থাকলেও অক্টোবরের দিকে টুখেলকে নিয়োগ দেয় ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। এর আগে পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।
ইংল্যান্ড দল
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন র্যামসডেল (সাউথ্যাম্পটন), জেমস ট্র্যাফোর্ড (বার্নলি)
ডিফেন্ডার: ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), লেভি কলউইল (চেলসি), মার্ক গুয়েহি (ক্রিস্টাল প্যালেস), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), জ্যারেল কোয়ানসা (লিভারপুল), কাইল ওয়াকার (এসি মিলান, ম্যানচেস্টার সিটি থেকে ধার)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), এবেরেচি এজে (ক্রিস্টাল প্যালেস), জর্ডান হেন্ডারসন (আয়াক্স), কার্টিস জোন্স (লিভারপুল), কোল পামার (চেলসি), ডেক্লান রাইস (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)
ফরোয়ার্ড: জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), মার্কাস র্যাশফোর্ড (অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে), ডমিনিক সোলাঙ্ক (টটেনহ্যাম হটস্পার)