আইপিএলে ২ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

5
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

আইপিএল নিলামে ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্টের অল্প সময় আগে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মৌসুমেও একই কাজ করেছিলেন ব্রুক। এবার আইপিএলেই ২ বছর নিষিদ্ধ হলেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জমজমাট লিগে খেলতে পারবেন না তিনি।


ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে চলতি মাসের ২২ তারিখে। আর ব্রুক নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন গত রবিবার। আন্তর্জাতিক ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার গুরুত্ব উল্লেখ করে আইপিএল থেকে নাম সরিয়েছেন তিনি।

নাম প্রত্যাহার করার কথা জানিয়ে ব্রুক লিখেছিলেন, ‘আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমি ক্রিকেট ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে এসেছি এবং এই স্তরে আমার প্রিয় খেলাটি খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

আইপিএল একটি নীতি বাস্তবায়ন করেছে, যেখানে দেরিতে না খেলার সিদ্ধান্ত জানালে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ব্রুকের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ব্রুকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।