যে কারণে ক্রাচে ভর করে হাঁটছেন দ্রাবিড়

6
Spread the love


স্পোর্টস ডেস্ক

রাজস্থান রয়্যালসের অনুশীলনে ক্রাচে ভর করে হাজির হয়েছিলেন রাহুল দ্রাবিড়। যেখানে স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। গতকাল বুধবারই প্রকাশ্যে এসেছিল প্লাস্টার করা পায়ের ছবি। পরে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতের সাবেক কোচকে।

আইপিএলের অন্যতম দল রাজস্থানের পক্ষ থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, গল্‌ফ কার্টে করে রাজস্থানের শিবিরে আসছেন দ্রাবিড়। বাঁ পায়ে তখনও বিশেষ প্লাস্টার বাঁধা। সেই অবস্থাতেই দু’কাঁধের নীচে ক্রাচ নিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটি চেয়ারে বসলেন। ওই অবস্থাতেও কোচকে সামনে পেয়ে মুগ্ধ যশস্বীরা।

রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিল, ‘আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।’