স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে জার্মানি। যেখানে ইন্টার মিলানের রক্ষণে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন জার্মান ডিফেন্ডার ইয়ান বিসেক। এছাড়া পাঁচ বছর পর জার্মানি দলে ফিরলেন মাইন্সের মিডফিল্ডার নাদিম আমিরি।
আগামী ২০ মার্চ সান সিরোতে ইতালির বিপক্ষে প্রথম লেগের লড়াইয়ে নামবে জার্মানি। তিন দিন পর ডর্টমুন্ডে মাঠে গড়াবে ফিরতি লেগ।
কোচ ইউলিয়ান নাগেলসমানের বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে আরও সাত জন ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড কারিম আদেইয়েমি ও বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।
তবে চোট পেয়ে মাঠের বাইরে আছেন বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ ও আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ।