জয়ে ফিরল গুলশান ক্লাব

0
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারাল গুলশান ক্রিকেট ক্লাব। আসরে টানা দুই হারের পর ফের জয়ে ফিরল নবাগত দলটি।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে জয় তুলে নেয় গুলশান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জাওয়াদ আব্রার। রূপগঞ্জের পক্ষে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মাহমুদুল হাসান।

গুলশান ক্লাব এবারের ডিপিএলে নাম লিখিয়ে শুরুতেই চমক দেখিয়েছিল। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে নিজেদের আগমনী বার্তা দিয়েছিল। তবে পরের দুই ম্যাচে তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। আবাহনী লিমিটেডের পর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছেও হারতে হয়। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াল তারা।

২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্যুতি ছড়িয়েছেন সব ব্যাটার। ওপেনিং জুটিতেই জাওয়াদ আব্রার ও আজিজুল হাকিম তামিম গড়েন ৯৫ রানের জুটি। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় তামিম ৪০ রানে আউট হলেও ফিফটি তুলে নেন জাওয়াদ। ৭৫ বলে ৯ চারের মারে ৬৭ রান করে দলীয় ১৩৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর খালিদ হাসান ৮১ বলে ৪৩ আর নাঈম ইসলাম ৪২ বলে ২১ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করেন ইফতেখার হোসেন ইফতি ও হাবিবুর শেখ মুন্না। ইফতি ২৮ বলে ২৫ আর মুন্না ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রানে থেমেছিল রূপগঞ্জ টাইগার্স। ১০৮ বল মোকাবিলায় দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন অমিত মজুদার। এছাড়া ৩৫ বলে ৪০ রান করেন আরিফুল হক। কিন্তু বাকিদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য পর্যাপ্ত পুঁজি তুলতে ব্যর্থ হয় দল। গুলশান ক্লাবের পক্ষে দারুণ বোলিংয়ে ৫৩ রান খরচায় ৪ উইকেট নেন আসাদুজ্জামান পায়েল। ৪৫ রান খরচায় ৩ উইকেট নেন নিহাদুজ্জান।