স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। হাঁটুতে অস্ত্রোপচারের পর ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পেসার মার্ক উড। ফলে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে এখনও তিন মাস বাকি থাকলেও, গোটা সিরিজেই হয়তো খেলতে পারবেন না তিনি।
এর আগে সদ্য শেষ হওয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ ওভারে হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন উড। ৩৮ মিনিট পর মাঠে ফিরলেও বোলিং কোটার বাকি ছয় ওভারের মধ্যে কেবল চারটি করতে পারেন তিনি।
পরে স্ক্যানে লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ায় লন্ডনে বুধবার অস্ত্রোপচার করানো হয় তার। পরদিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী গতিময় পেসারের চার মাসের জন্য ছিটকে যাওয়ার কথা জানায়।
উড এক বছরের বেশি সময় ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সেরে ওঠার যে সময়সীমা, তাতে ভারতের বিপক্ষে ২০ জুন শুরু টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা খুবই কম। পুনর্বাসন খুব ভালোভাবে এগোলে হয়তো ওভালে (৩১ জুলাই থেকে শুরু) পঞ্চম টেস্টে তাকে পাওয়া যাবে এবং এর আগে সমারসেটের বিপক্ষে ডারহামের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ (২২ জুলাই) দিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের একদিন আগে শুরু হবে ডারহামের এই ম্যাচ।
তবে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজের জন্য পুরোপুরি উড ফিট থাকবেন বলে আশা ইসিবির। নভেম্বরের শেষ দিকে শুরু হবে পাঁচ টেস্টের এই সিরিজ।
২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর থেকে অনেকবার চোটের আঘাত সইতে হয়েছে উডকে। তার ক্যারিয়ারে এই নিয়ে আটবার অস্ত্রোপচার হলো, গত আট মাসের মধ্যে দ্বিতীয়বার। গত অগাস্টে কনুইয়ের চোটে ওই বছরের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
বারবার চোট ছোবল দেওয়ার কারণেই প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্ট খেলতে পেরেছেন কেবল ৩৭টি। ওয়ানডে খেলেছেন ৭০টি, টি-টোয়েন্টি ৩৮টি।