স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াতে না পারায় রব উঠেছিল, অবসরে চলে যাক রোহিত শর্মা। তবে টুর্নামেন্টের ফাইনালে ৭৬ রান করে সেই রব কিছুটা হলেও চাপা দেন ভারত অধিনায়ক। এখন দেখার বিষয় হচ্ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলেন কি না। অবশ্য কিছুই স্পষ্ট করে জানালেন না তিনি।
ফর্ম এবং ফিটনেসের ওপরই সবকিছু ছেড়ে দিয়েছেন রোহিত, ‘এখনই এটা (অবসর) বলা খুব কঠিন, তবে আমি আমার সমস্ত বিকল্প খোলা রেখেছি। আমি দেখতে চাই আমি কতটা ভালো খেলছি।’
ভারত অধিনায়ক বলেন, ‘বর্তমানে আমি সত্যিই ভালো খেলছি এবং এই দলের সঙ্গে আমি যা করছি তা উপভোগ করছি। দলটিও আমার সঙ্গ উপভোগ করছে, যা চমৎকার। আমি সত্যিই ২০২৭ সম্পর্কে বলতে পারছি না, কারণ এটি অনেক দূরে, তবে আমি আমার সমস্ত বিকল্প খোলা রেখেছি।’
গত রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অবসরের জল্পনা উড়িয়ে দেন রোহিত, ‘আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না… নিশ্চিত করুন যে কোনও গুজব ছড়িয়ে না পড়ে।’
গত বছর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। এর ফলেই জল্পনা শুরু হয়েছিল যে তারা ওয়ানডে থেকেও সরে যেতে পারেন। তবে, রোহিতের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।