স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। এই সম্মান অর্জনের পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়ক স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার গিল। ফেব্রুয়ারি মাসজুড়ে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির এই শিরোপাজয়ী সদস্য ফেব্রুয়ারিতে ৫টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৪০৬ রান। ৯৪.১৯ স্ট্রাইকরেট ও ১০১.৫০ গড়ে এই রান করেছেন তিনি। তার দুরন্ত পারফরম্যান্সেই চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক ভারত। সেই সিরিজে টানা তিনটি ফিফটি পান গিল।
ইংল্যান্ডের বিপক্ষে নাগপুরে প্রথম ম্যাচে ৮৭ রান করেছিলেন গিল। পরের ম্যাচে কুটাকে আসে তার ব্যাট থেকে ৬০ রান। আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে ১৪ চার ও ৩ ছক্কায় ১০২ বলে ১১২ রানের আগ্রাসী ইনিংস খেলেন গিল। সেই ম্যাচে সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরাও হন তিনি।
দারুণ ফর্ম চ্যাম্পিয়নস ট্রফিতেও নিয়ে আসেন গিল। নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ১০১ রান করেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৬ রান।
এই নিয়ে তৃতীয়বার আইসিসির মাসসেরা হলেন গিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কার জেতেন ভারতের এই ওপেনার। মাত্র ২৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের একজন স্তম্ভে পরিণত হয়েছেন গিল। ৫৫টি ম্যাচ খেলে এরই মধ্যে প্রায় ষাট গড় ও এক শ স্ট্রাইকরেট রেখে ২ হাজার ৭৭৫ রান করে ফেলেছেন তিনি। ৮টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হয়ে গেছে ১৫টি।