ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: মোংলায় স্বাস্থ্য বিভাগের জনসচেতনতা সভা
মোংলা প্রতিনিধি
আবারও সারাদেশে শুরু হচ্ছে ভিটামিটন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৫ মার্চ চারদিনের এ কর্মসূচি ঘিরে মোংলায় অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন জানান, সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা হবে। কোন শিশুরাই যেন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও পৌর সচিবসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বোন মোসাঃ মোমেনা বেগম বাদী হয়ে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, নোনাডাঙ্গা গ্রামের মোঃ খোকন সেখের সাথে মোমেনা বেগম ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তাদের সম্পত্তি বেদখল ও বঞ্চিত করার উদ্দেশ্যে মোঃ খোকন শেখ ও তার লোকজন চেষ্টা করছে। উক্ত সম্পত্তিতে আদালতে মামলা চলমান রয়েছে । ২০০৯ সালে হাইকোর্ট সিভিল ডিভিশন নম্বর ১১৩০/২০০৯ চলমান থাকা কালে হাইকোর্ট বিভাগ সিভিল রিভিশন মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত আদেশ প্রদান করে। কিন্তু মোঃ খোকন শেখ কোন আইনের তোয়াক্কা না করে নিজের ক্ষমতার জোরে জমিতে ঘরবাড়ি নির্মাণের প্রস্তুতি গ্রহণ করছে।
মোমেনা বেগমের ভাই ইউনুস শেখ জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। মোঃ খোকন শেখ ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের সম্পত্তি দখলের পায়তারা করছে। তারা সম্পত্তিতে ঘর দরজা নির্মাণের প্রস্তুতিও গ্রহণ করেছে। এখন আমরা বাধা দিলেই আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ জন্য চরম নিরাপত্তাহীনতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধর্ষকদের বিচারের দাবিতে বাগেরহাটে মহিলাদলের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
এসময়, বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
বক্তারা বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরও বেপরোয়া হয়ে উঠবে। অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
ইউপিতে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্থানীয় সরকার-ইউনিয়ন পরিষদে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ডরপ-ইভলভ প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, টিবি জানালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলী, এস এস শোহান, ডরপ-ইভলভ প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার, দেবাশীষ কুমার ঘোষ, সিএসও সৈব্য ডাকুয়া, মাহমুদা বেগম,সুপ্তি বেগম, খলিলুর রহমান, রবিউল ইসলাম প্রমূখ। মতবিনিম সভায়, ইউনিয়ন পরিষদের সচিব, গনমাধ্যমকর্মী ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়াতে ইউনিয়ন পরিষদকেই সিদ্ধান্ত নিতে হবে। খাতওয়ারি বাজেট করাসহ প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি থাকতে হবে। যত্রতত্র পলিথিন ব্যবহার রোধে বেশি বেশি অভিযান পরিচালনাসহ জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করণে বিভিন্ন সুপারিশ করেন গনমাধ্যমকর্মীরা।
বাগেরহাটে বিএনপির নেতার বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে মারধর, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মোঃ সুজন মল্লিক নামের এক ব্যক্তি এসব অভিযোগ করেন।
মোঃ সুজন মল্লিক তেলিগাতী ইউনিয়নের বৌলতলী এলাকার বাসিন্দা।
তিনি বলেন, গেল সোমবার সন্ধ্যায় হেড়মা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার অনুসারীরা তাকে (মোঃ সুজন মল্লিক) বেধরক মারধর করে। হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। পরে পুলিশ এসে সুজন মল্লিককে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মোঃ আফজাল ফকির নামের এক ব্যবসায়ী বলেন, খান রফিকুল ইসলাম ওরফে রফিক খা ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গেল ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষের উপর অত্যাচার করে আসছে।তারা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। যার মধ্যে জোরপূর্বক ৬ হাজার টাকা নিয়েছে।
রফিক শুধু আমার কাছে চাঁদা দাবি করেনি, সে ও তার বাহিনী নিরহ মানুষদের ওপর হামলা, মাছের ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে চলেছে। রফিক খানের এসব অপকর্মে সহযোগিতা করেন, রফিক খানের ভাই কালাম খান, জাকির খান, জাহিদ খান, মিজু শেখ এবং মিস্ত্রি ডাঙ্গা এলাকার বেলায়েত হোসেন ওরফে বেলো মাস্তান। তারা এলাকাকে অশান্ত করে রেখেছে।
অভিযুক্ত বিএনপি নেতা খান রফিকুল ইসলাম বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা সবাই আওয়ামী লীগ করে। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।
ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে অবহিতকরণ সভা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩ উপজেলায় ৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৯৯৬ টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ১১ হাজার ৯০৭ শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬৫৫ শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে ২ হাজার ৪শ ৭৬ জন কর্মী নিয়োজিত থাকবেন। অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্ষণ, মব ভায়োলেন্স ও মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণ কমিটি।
বুধবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা গণ কমিটির।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা গণ কমিটির আহবায়ক এটিএম মহব্বত আলী।
এ সময় বক্তব্য রাখেন গণ কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, বাসারুল হায়দার বাচ্চু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শম্পা বসু।
সমাবেশ থেকে জানানো হয় ২৪ এর গণঅভ্যুত্থানের পর যেখানে নারী-পুরুষ সকলের সমান অধিকার নিশ্চিত করার কথা সেখানে দুঃখজনক ভাবে উল্টোটা ঘটছে। ঘরে বাইরে সর্বত্র নারীর অধিকার লংঘন করা হচ্ছে। মব ভায়োলেন্স ও নারী নির্যাতন ভয়াবহ আকারে বেড়ে গেছে। এরই অংশ হিসেবে গত ৬ মার্চ মাগুরার নান্দুয়ালী এলাকায় নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে একটি আট বছরের শিশু।
অন্যদিকে মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাগুরা মেডিকেল কলেজ ঠুনকো অযুহাত দিয়ে বন্ধের পাঁয়তারা করছে একটি মহল। তারা মাগুরাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল বন্ধের সকল ষড়যন্ত্র অবসানের আহ্বান জানান।
রামপালে আ.লীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে আটকের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বুধবার (১২ ই মার্চ) সকাল দশটায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে আবু সাঈদকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আবু সাঈদ বাহিনী এমন কোন অপকর্ম নেই যা তিনি করেন নাই। সে বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে জমির বাৎসরিক হাড়ির টাকা পরিশোধ না করে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে। এলাকায় যারা বিএনপি জামায়াতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি,মারধর, জমি দখল করে এলাকা ছাড়া করেছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছে।
তারা আরো বলেন, সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে দশটির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত সে সকল ধরনের অপকর্ম করে। তার কুকীর্তির জন্য নিজ দল থেকেও সে বহিষ্কার হয়েছে। বর্তমানে এই আবু সাঈদ গা ঢাকা দিলেও কিন্তু তার সন্ত্রাসী বাহিনী এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা স্থানীয় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিভিন্ন অপকর্ম এখনো চালিয়ে যাচ্ছে। রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে রাখে। তাদের ভয়ে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তাই সন্ত্রাসী আবু সাঈদ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে দ্রুত আবু সাঈদকে গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এব্যাপারে অভিযুক্ত আবু সাইদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ও তাকে ফোনে পাওয়া যায়নি।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান সহ শতাধিক স্থানীয় বাসিন্দা।
নড়াগাতী আ.লীগের নেতা গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার নড়াগাতী থানা শাখার আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ইয়ার আলী সিকদার (৪৮) কে নাশতা মামলায় গ্রেপ্তার করেছে। থানার পহরডাঙ্গা ইউনিয়ন বল্লাহাটি গ্রামের গোলাপ সিকদারের ছেলে মো. ইয়ার আলী সিকদার।
জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চুনখোলা পুলিশ ক্যাম্পে সামনে আসামির অবস্থান নিশ্চিত করে, নড়াগাতী থানার এসআই এসএম তারেক ও এসআই মো. মাহমুদ করিম সঙ্গীয়ফোর্স সহ চুলখোলা ক্যাম্পের পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। এবিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াগাতী থানায় পৃথক দুটি নাশতার মামলায় দীর্ঘ দিন আইন শৃঙ্খলা বাহিনী ইয়ার আলী শিকদার কে নজর দারিতে রাখার পর গত মঙ্গলবার সন্ধ্যা গ্রেফতার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
দেশজুড়ে নারি নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এ কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসুচিতে মানবকর্যাণ সংঘসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সামাজিক ঐক্যজোটের সভাপতি গাউস গোর্কি, সাধারণ সম্পাদক ফিরোজ আনোয়ার মাসুম, সাবেক অধ্যক্ষ ড.বিএম রেজাউল করিম, সুশেন্দু ভৌমিকসহ অন্যান্যরা।
বক্তারা দেশজুড়ে ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘেরের জমির বিরোধ: সাবেক উপজেলা চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাসা ভাংচুর করে চিংড়ি ঘেরের জমি দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন ডিড মালিক উপজেলার পারিশামারীর মৃতঃ দয়াল কৃষ্ণ সানার ছেলে সঞ্জয় সানা। আর আসামীরা হলো পাইকগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড: সম বাবর আলীর ছেলে এ্যাড: এসএম শিবলী নোমানী রানা ও স্থানীয় ত্রিনাথ বাছাড়। আদালত মামলাটি আমলে নিয়ে থানার ওসি’কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, লস্করের চক বগুড়া মৌজায় এসএ,৫ খতিয়ানের ২৬৩,২৫০ সহ একাধিক দাগ ও বিআরএস ১৯১ খতিয়ানের ৫৬৪,৫৬৭,৫৮০ সহ একাধিক দাগে ৭ একর জমি ইজারা নিয়ে চিংড়ি ঘের শুরু করছেন। বাদী সঞ্জয় সানার অভিযোগ পুর্বশত্রুতা বশত প্রতিপক্ষরা চিংড়ি ঘের দখল চেষ্টা করে আসছে। এর জের ধরে গত ৯ মার্চ বেলা সাড়ে ১১ টায় লোকজন নিয়ে বাসা ভাংচুর করে দখল চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা গালাগালী, হুমকিসহ লাঞ্ছিত করে ক্ষয়ক্ষতি করেন। জানাগেছে, বিরোধীয় এ জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ৫২১/২১ চলমান মামলায় নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত ল্যান্ড সার্ভে আপীল্যান্ট ট্রাইব্যুনালের ১৮৯৯/১৩ নং মোকদ্দমার রায় ড্রিগ্রী স্থগিত রাখা আবশ্যক।
সর্বশেষ জমি নিয়ে বিরোধ দেখা দিলে ইতোমধ্যে থানায় দু’পক্ষের মধ্যে বসাবসি হলেও কেন সমাধান হয়নি। তবে অভিযোগের বিষয়ে এ্যাড, এসএম শিবলী নোমানী রানা পাল্টা অভিযোগ করেন,প্রতিপক্ষরা আমাদের চিংড়ি ঘেরের জমি জোর করে দখলের পাঁয়তারা করছেন।
কয়রায় নারী নির্যাতন ও ধর্ষনের বিচারের দাবিতে মশাল মিছিল
কয়রা প্রতিনিধি
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কয়রায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসুচীর আয়োজন করে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭ টায় কয়রা উপজেলা সদরে মশাল মিছিল শেষে তিনরাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানী , উপদেষ্টা পরিষদের সদস্য শাহরুল ইসলাম সুজন, সিনিয়রর যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ, মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, মুখপাত্র ফারহা রওশন হৃদি,আফরিন সুলতানা জিম,সহকারী মুখপাত্র রুহাত বিনতে রউফ তিশা,রাসেল রানা, প্রধান শিক্ষক হুমায়ুন কবির,নাগরিক কমিটির শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক মহাসিন আলম,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুসহ বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য কাজ করে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসীর রায় কার্যকরী করতে অন্তর্র্বতী সরকারের নিকট দাবী জানান। বক্তারা ৯০ ঘন্টার মধ্যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে ছাত্র সমাজ সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে বিভিন্ন কর্মসুচী গ্রহন করতে বাধ্য হবে।
দর্শনায় হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ৪
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এসময় আলমডাঙ্গা খুরদা গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ বশির বাশি (৪০), দর্শনার ইশ্চরচন্দ্রপুর গ্রামের আমীর আলীর ছেলে মোঃ শিপন আলী (২২), আজমপুর গ্রামের হারুন অর রশীদের ছেলে আকাশ মিয়া (২২), আড়িয়া গ্রামের দিদার মন্ডলের। ছেলে মোঃ মহসিন মন্ডল (৪৫)কে তিতুদহ হিন্দুপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
মহেশপুরে বিএনপির প্রতিবাদ সভা
মহেশপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সহকারী তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেছে, দেশের মানুষ যানে কাদের হাতে রক্ত লেগে আছে। কারা আল্লাহর দোহায় দিয়ে বেহেস্থের টিকিটের ব্যবসা করছে। আর এখন তারা পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফাইদা নেওয়ার চেষ্টা করছে। তারা গ্রামের অসহায় সহজ সরল মহিলাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদা বাজির ব্যবসা শুরু করেছে। এসব ইয়ানতের টাকা গুলো কোথায় যায়। তিনি আরো বলেন, দেশের মানুষ ৭১ সাল থেকে তাদেরকে দেখে আসছে। তাই মিথ্যা চারিতা না করে সত্যের পথে রাজনীতি করে জনগনের সেবা করার আহবান জানান।
বুধবার(১২মার্চ) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন,তরফদার তৌফিক মাহামুদ বিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আনিসুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক মাজেদুজ্জামান কাজল,জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।
রোগী মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কর্তব্যরত ডা: শোভন বিশ্বাসের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মর্চ) দুপুরে হাসপাতালের জরুরী বিভাগে ভেতরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রতক্ষদর্শিদের কয়েকজন জানান, বুধবার সকালে মাগুরা জেলার শামীম হোসেনের আঠারো মাসের শিশুপুত্র আরিয়ান তার নানা সলিম বিশ্বাসের বাড়ি উপজেলার ১নং
প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে প্রতিবেশি হাকিমের পুকুরে ডুবে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত হয়। এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন কর্তব্যরত ডাক্তার শোভনের ওপর চড়াও হয়ে তাকে শারীরিক ভাবে
লাঞ্চিত করে। সাথে স্থানীয় লোকজনও ডাক্তার ওপর চড়াও হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুল রাজিব বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় রোগীর লোকজন ডা: শোভন বিশ্বাসের ওপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটির বিষয়ে যশোর সিভিল সার্জন স্যার কে জানিয়েছি। স্যারের সাথে কথা বলে ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় ডা: শোভন বিশ্বাস সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি। থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলীম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করি। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনলি খিত অভিযোগ করেনি।
বিএনপি নেতা কৃষিবিদ শামীমের গরীবদের মাঝে শাড়ী-লুঙ্গি বিরতণ
মোংলা প্রতিনিধি
অল্প সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবাণ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কাছে এ দাবী জানান তিনি।
বুধবার বিকেলে মোংলার চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ঈদ উপলক্ষে গরীবদের মাঝে শাড়ী-লুঙ্গি বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৫শতাধিক দরিদ্র মানুষের হাতে শাড়ী-লুঙ্গি তুলে দেন।
মোংলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব নুরউদ্দিন টুটুল, মুক্তিযোদ্ধা দল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য মাকসুদ হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।
দাকোপে সম্পাদকের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি
দাকোপ প্রতিনিধি
দাকোপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবাহ পত্রিকার দাকোপ প্রতিনিধি জি.এম রেজার হার্ট ব্লক জনিত কারণে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তার হার্টে রিং পরানো শেষে সিসিইউতে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোজাফ্ফার হোসেন, সহ সভাপতি জি.এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস, সাবেক সহ সভাপতি স্বাপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, সহ সম্পাদক দীপক কুমার সরদার, সাবেক সম্পাদক শামীম হাসান, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাবেক কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাবেক দপ্তর সম্পাদক জাহিদুর রহমান সোহাগ, সদস্য দীপক রঞ্জন রায়, জয়ান্ত রায়, তুষার দাস, গাজি আবুল বাশার, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনুর রহমান ফকির, গাজি সরোয়ার হোসেন, প্রবীর রায় বাপ্পি প্রমুখ।
ধর্ষণ মামলায় দ্রুত বিচারের দাবি, শিশু সুরক্ষা জোটের স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দোষীদেও দ্রুতসময়ে ফাঁসির দাবিতে খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি দিয়েছে শিশু সুরক্ষা জোট খুলনা।
গতকাল দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা জোটের সভাপতি এ্যাড শামিমা সুলতানা শিলু, মানবাধিকার কর্মী এ্যাড. মোমিনুল ইসলাম, এম সাইফুল ইসলাম, শিরিন পারভীন, শ্যামলি দাস, আবু তাহের প্রমুখ।
অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে সহায়তা প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯০ জনের মাঝে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জেলা পরিষদ প্রদত্ব এ আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, এনডিসি প্রণয় বিশ^াস, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ প্রমুখ।
এসময় সেখানে গণ অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে সর্বনিম্ন ১৮ হাজার থেকে সর্বোচ্চ ৪৪ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়।
মেহেরপুরে তিন ইটভাটা ব্ন্ধ, ৬ লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারি আদেশ অমান্য করায় ভাটপাড়া রিপন ব্রিকস থেকে দুই লাখ টাকা, কসবা হিরা ব্রিকস থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু স্টার ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন, সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম।
সীমান্তে সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
গতকাল বুধবার (১২ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, বৈকারী কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে করে ৭০০ পিস অন্যাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে শ্মশান ও চান্দা মাঠ নামক স্থান হতে ১ লাখ ০৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে ।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘড়িয়া নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হত ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানে বড়ালী নামক স্থান হতে ২০ হাজার ৫৮০ টাকা মূল্যের ভারতীয় চশমা আটক করে।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া
মোরেলগঞ্জ প্রতিনিধি
দলের নাম ব্যবহার করে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপি নেতা শিপন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা বিএনপির নাম ভাঙিয়ে অনিয়ম ও দুর্নীতিতে জড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিতে হবে।”
বুধবার বিকেলে মোরেলগঞ্জের ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি নেতা শিপন আরও বলেন, “আমার নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করবে, তারা পেছনে তাকিয়ে দেখবে আমি নেই, পুলিশ দাঁড়িয়ে আছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুল হালিম খোকন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক: সামাদ হোসেন ফকির, আফজাল জোমাদ্দার, ফকির রাসেল আল ইসলাম, আসাদুজ্জামান মিলন।পৌর শ্রমিকদল সভাপতি: মাসুদ খান চুন্নু।নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা: মতিউর রহমান বাচ্চু।অন্যান্য নেতৃবৃন্দ: মসিউর রহমান শফিক, কবির হাওলাদার, আব্দুল্লাহ আল মারুফ, মো. আব্বাস উদ্দিন, মাইনুল হাসান মহিদ প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শতাধিক ইয়াতিম ছাত্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১১জনকে পুরস্কার প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)’র সভাপতিত্বে মার্চ/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কল্যাণ সভায় অংশ গ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন।এছাড়া পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ১১জন পুলিশ সদস্যদের পুলিশ সুপার ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
লোহাগড়ায় মা-মেয়েসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মা চায়না বেগম (৩৩), মেয়ে সোনিয়া খাতুন (১৫), ও আব্দুর শুকুর (৫০) নামে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ব্যবসাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। আহত চায়না বেগম ও তার মেয়ে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ব্যবসাহীপাড়া এলাকার মো. আবুল মুন্সীর স্ত্রী ও কন্যা। আহত আব্দুর শুকুর মো. আবুল মুন্সীর বড় ভাই।
এ বিষয়ে আবুল মুন্সী বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার বড় ভাই আব্দুর রাজ্জাক (৫৫), ভাইরবেটা মো. জুয়েল (২৮) ও ভাই বৌ মোছা. সীখা বেগম আমার স্ত্রী, মেয়ে ও বড় ভাই আব্দুর শুকুরের উপর হামলা করে। হাতে, পায়ে, পিটে, মাথাসহ একাধিক স্থানে পিটিয়ে জখম করেছে। ওদের নামে লোহাগড়া থানায় মামলা করছি। আমি ঘটনার যথাযথ বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নদীতে ভাঙছে সুন্দরবনের এলাকা, কমছে বনভূমি
দাকোপ প্রতিনিধি
নদীতে ভাঙছে সুন্দরবন। কমছে বনভূমি। বনের বিভিন্ন স্থানে বিলীন হয়ে যাচ্ছে বন বিভাগের জেটি ও স্থাপনা। অফিস ব্যারাক ছাড়তে বাধ্য হচ্ছেন বনরক্ষীরা। বনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বরে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চেয়েছিল পূর্ব সুন্দরবন বিভাগ। বগি ফরেস্ট অফিসের সামনে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেললেও তাতে তেমন কোনো কাজ হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভাঙন চলছে। বেশ বড় এলাকা গাছপালাসহ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে দুবলা ফরেস্ট অফিসের জেটি, খাবার পানির একাধিক পুকুর, অফিস ভবন, মেহেরআলী চরের সাইক্লোন শেল্টার ও মিষ্টি পানির পুকুর সাগরে বিলীন হয়েছে। সাগরে বিলীন হয়েছে কটকার পুরাতন রেস্ট হাউস ভবন ও জেটি। বগি ফরেস্ট অফিসের দোতলা ভবন নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অনেক স্থানে অফিস ও পুকুর নদীতে বিলীন হওয়ার পথে। এ বিষয়ে তথ্য সংগ্রহের সময় জানা যায়, বনের ৯টি স্থানে এভাবে ভাঙন দেখা দিয়েছে। এগুলো হলো, কচিখালী অভয়ারণ্যকেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র, চান্দেশ্বর টহল ফাঁড়ি, জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ি, বগি ফরেস্ট স্টেশন, ঝাপসি টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও শুয়ারমারা টহল ফাঁড়ি। এই প্রেক্ষাপটের পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়।
সুন্দরবনের প্রধান পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সোয়েবুর রহমান সুমন বলেন, সাগরের ভাঙনে কটকার বিস্তীর্ণ বনাঞ্চল সাগরে বিলীন হচ্ছে। ক্রমাগত বনভূমি ভাঙছে। কমছে বনভূমি। অনেক গাছপালা সাগরে বিলীন হয়েছে। কটকার পুরাতন রেস্টহাউস ভবন সাগরে চলে গেছে। তাছাড়া সুন্দরবনের গহিনে অনেক জায়গা নদী খালে বিলীন হয়েছে। কটকার ফরেস্ট অফিস এখন ভাঙনের মুখে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা আ. সবুর বলেন, তাদের অফিস-কাম ব্যারাক নদীতে বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ঝুঁকি এড়াতে তারা ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বগি ফরেস্ট অফিসের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে পানি উন্নয়ন বোর্ড নদীতে বালুর বস্তা ডাম্পিং করেছিল। তাতে নদী ভাঙন কমেনি।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনের বিভিন্ন স্থানের বনভূমি যেমন নদীতে ভাঙছে, তেমনি আবার অনেক জায়গায় নদীতে চর জেগে উঠেছে। নদীভাঙনের ফলে বন বিভাগের ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের পরে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আলবুন্নি বলেন, সুন্দরবন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বগি ফরেস্ট স্টেশন অফিসের সামনে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে সুন্দরবনের অন্যান্য স্থানে ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হয়নি।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনের কয়েকটি স্থানে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে ইতিমধ্যে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এরূপ ভাঙন শুরু হয়েছে বলে তার ধারণা। জরুরি ভিত্তিতে সুন্দরবনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি পত্র দেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড বগিতে ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলেছিল। কিন্তু তাতে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি।
সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে বিজিবি সদস্য নিহত
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এসময় দেলোয়ার হোসেন (৪৪) নামে আর একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পুটখালী সীমান্তের আহমদ ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে পাচার করে আনা মাদকের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা বাজারে চোরাকারবারীরা অবস্থান করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পুটখালী বিওপির মসজিদ বাড়ি পোস্টে কর্মরত সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করতে গিয়ে আহমদ ব্রীজ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সংঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিপাহী মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল খুরশিদ আনোয়ার। তিনি বলেন- চোরাকারবারীদের ধরতে বিজিবির অভিযান অব্যহত রয়েছে।
খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বিটিআরসির নতুন লাইসেন্সিং নীতিমালা আইএসপি খাতকে ধ্বংস করবে
স্টাফ রিপোর্টার
থানা-উপজেলা পর্যায়ের আইএসপি লাইসেন্স ব্যবস্থা বহাল, ইনলিস্টমেন্ট প্রস্তাবনা বাতিল, মোবাইল অপারেটরদের ইউনিফাইড লাইসেন্সে ফিক্সড ওয়ারলেস ব্রডব্যাণ্ড সেবা প্রদান বাতিলসহ ৭ দাবিতে মানববন্ধন করেছে আইএসপি ব্যবসায়ীরা।
বুধবার দুপরে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রস্তাবিত নতুন লাইসেন্সিং নীতিমালা অবিলম্বে বাতিল করতে হবে।
ব্যবসায়ীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সোশ্যাল অবলিগেশন ফাণ্ড (এসওএফ) বাতিল, আইএসপি লাইসেন্স নবায়ন সর্বোচ্চ ৩ মাসে সম্পন্ন, আইএসপি লাইসেন্স আপগ্রেডেশন/ডাউনগ্রেডেশনের বিধান বিটিআরসির গাইডলাইনে অন্তর্ভুক্ত, বিদ্যমান আইএসপি লাইসেন্স লেয়ার ব্যবস্থা অপরিবর্তিত রাখা, আইএসপি খাতের টেকসই উন্নয়নে স্বচ্ছ ও ন্যায্য নীতিমালা নিশ্চিত প্রভৃতি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন খুলনা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সদস্য শেখ সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ রুবেল মাহমুদ, হাসানুল মান্না, মলয় কান্তি রায় চৌধুরী, এস এম তুহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে প্রায় ২৩ হাজারটি আইএসপি রয়েছে, যার মধ্যে ১ হাজার ৮৫২টি থানা/উপজেলা পর্যায়ের আইএসপি। এ প্রতিষ্ঠানগুলো শতভাগ বাংলাদেশি মালিকানাধীন ও প্রায় ১০ লক্ষাধিক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে।
মানববন্ধনে খুলনার বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান থেকে অসংখ্য আইএসপি ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা, গ্রাহকগণ উপস্থিত থেকে দাবিগুলোতে পূর্ণ সমর্থন জানান।
কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা বুধবার সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময়ে সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনসেবা যেন কোনভাবে ব্যাহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্ব মনে করে করবো।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের স¦াস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
রমজান উপলক্ষ্যে বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি
তথ্যবিবরণী
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ এর নেতৃত্বে বুধবার খুলনার বড় বাজারে বিশেষ টাস্কফোর্স এর মাধ্যমে বাজার তদারকি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রমজান উপলক্ষ্যে বিশেষ টাস্কফোর্স এর মাধ্যমে খুলনার বড়বাজার সহ বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি সহ বাজারে নিম্নমানের পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষভাবে তদারকি করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সময় বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপণ্যের দামসহ এর গুণগত মান জানতে চান ব্যবসায়ীদের নিকট। তিনি প্রতিদিনের বাজার তালিকার হাল নাগাদ করা আছে কিনা এবং তাদের ক্রয়কৃত মালামালের দামের রশিদ কপি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচলাক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ছাত্র প্রতিনিধি, কমিটির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী -সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস (৬৬) ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার (৫৮)।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে শ্যামল ও রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তাদের আটক করেন বিএসএফ সদস্যরা। তাদের ফেরত নিতে বিজিবিকে আহ্বান জানান বিএসএফ সদস্যরা। পরে মঙ্গলবার রাতেই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।
শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ওই উপজেলার বারইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বারইপাড়া গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছে জমিতে হালচাষ করা বাবদ এক হাজার টাকা পান। মঙ্গলবার (১১ মার্চ) রাতে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মাঝে বাক-বিতন্ডা হয়। তারই জের ধরে বুধবার সকালে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা উপজেলার লোখনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জনৈক জসিম উদ্দীনের বাড়ির দ্বিতীয় তলায় নির্মান শ্রমিকরা ছাদ ঢালায়ের কাজ করছিল। এসময় লোখনাথপুর গ্রামের মুছা কালির ছেলে নির্মান শ্রমিক রিন্টু(৩৫)র হাতে থাকা লোহার রড ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া মেইন লাইনের তারে লাগে। এতে সে বিদ্যুৎপৃষ্টে ঝলসে গিয়ে নিচে পড়ে যেয়ে ঘটনাস্থলেই মারা যায়। দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
খবর বিজ্ঞপ্তি
সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম, খুলনা’র আয়োজনে বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মাগুরাতে শিশু আসিয়াসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু খুন, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এড. তসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে ও সুতপা বেদজ্ঞ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেনÍপুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৭৫৭১টি। ২০২৫ সাল শুরু হতে না হতেই গত দু’মাসে ১৪৪০টি মামলা হয়েছে। এর বাইরে সারা দেশে অসংখ্য ঘটনা ঘটে চলেছে যা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশার। সমাবেশে প্রত্যেকটি ঘটনার দ্রুত বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নারীবিদ্বেষী সকল প্রকার প্রচার ও প্রপাগান্ডা বন্ধে আইন প্রণয়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারীনেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, মানবাধিকার কর্মী এড. কুদরত-ই-খুদা, এস এ রশীদ, মুনির চৌধুরী সোহেল, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, মিজানুর রহমান বাবু, মহেন্দ্র নাথ সেন, নারী নেত্রী অজন্তা দাস, রমা রহমান, জাহানারা আলী জানু, মনোয়ারা বেগম, নুরুন্নাহার হীরা, সেতারা সুলতানা, অধ্যাপিকা হালিমা ডলি, সুজানা জলি, মেরিনা যুথি, কোহিনুর আক্তার কণা, কাউসারি জাহান মঞ্জু, নীঘাত সীমা, মাজেদা খাতুন, মিনু পাল, জোবাইদা খানম, এড. আফরোজা রোজী, রীনা পারভীন, ইসমাত আরা কাকন, কৌশল্যা রায়, উল্লাসিনী সরকার, দীপু মন্ডল, আলমাস আরা, কৃষ্ণা দাশ প্রমুখ।
কয়রায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার আমাদী বাজারে বেশি দামে সার বিক্রি অভিযোগে মোঃ আসাদুল গাজী কে ৩ হাজার টাকা ও প্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ব্যবসায়ী মোঃ শাহিন গাজী, ও মোঃ জাহের আলী গাজীকে ৪ হাজার টাকা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বেশিদামে সার বিক্রি ওপ্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিকার অভিযানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
নগরীতে বসত বাড়ি দখল চেষ্টা ও হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার
জোর পুর্বক বসত বাড়ি দখলের প্রচেষ্টা, হামলা, অগ্নিসংযোগ ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গাজী মান্দার।
গতকাল বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গাজী মান্দার বলেন, নগরীর নিরালার পাশে প্রান্তিকা আবাসিক এলাকার ২নং রোডে দীর্ঘ ২৪ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসাবস করে আসছেন। গত ৫ আগস্ট সরকার ব্যবস্থা পরিবর্তনের পর স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠি আমার বসত বাড়ি দখল করে নেওয়ার জন্য হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এসব ঘটনায় একাধিক সাধারণ ডায়রি এবং আদালতে মামলা দায়ের করার কারণে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উল্লেখ করেন, প্রান্তিকা আবাসিক এলাকার ২নং রোডে তার ৫ কাঠা জমি রয়েছে। বায়নাসূত্রে জমিটি ক্রয় করার পর জমির মালিক তাকে দখল বুঝিয়ে দেন। এ অবস্থায় জমির মালিকানা নিয়ে খুলনার অতিরিক্ত জেলা জজ ৩য় আদালতে দেওয়ানী আপীল-২৯১/১৬ ইং মামলা চলমান রয়েছে। মামলার বিচারকার্য শেষ হওয়ার আগেই প্রতিপক্ষ প্রভাবশালী সালেহ আহমেদ ও জুখফুরুল আমাদেরকে জোর পুর্বক আমাদেরকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ ও জুখফুরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে প্রবেশ করে। এসময়ে সন্ত্রাসীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া একটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ২৮ জানুয়ারি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে মামলা দায়ের করি। এ অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সন্ত্রাসীরা ফের বাড়িতে প্রবেশ করে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তা চেয়ে ১৯ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় সাধারন ডায়রি করি। এছাড়া ২৫ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করি। সন্ত্রাসীরা যেকোন সময়ে আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। সে কারণে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করছি।
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক
সাতক্ষীরা প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে বনবিভাগ তিন জেলেকে আটক করেছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় পশ্চিম সুন্দরবনের বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন উপজেলার গাবুরার চকবারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মোস্তাক (৪৯), ৯ নং সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, চারটি ফাঁস জাল, চারটি পানির ড্রাম, তিনটি দা, কুড়াল একটি, বৈঠা একটি ও গ্রাফি চারটি জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন স্মাট টিমের সদস্যরা টহলকালে বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে মাছ ধরার সরঞ্জামসহ আটক করেন।
কালিগঞ্জে একের পর এক মোটরসাইকেল চুরি, আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত ১১মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে আব্দুর রহমান নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভিতে মোটরসাইকেল চুরি করে পালানোর দৃশ্য দেখা গেলেও তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করা সম্ভব হয় নি।
পরদিন বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা সদরে অবস্থিত জনতা ব্যাংকের সামনে রাখা মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক হয়েছে বাঁশতলা বাজার থেকে মোটরসাইকেল চুরি করা খলিলুর রহমান বাবু (৩৫) নামে সেই পেশাদার চোর।
আটক খলিলুর রহমান বাবু শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের জব্বার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে প্রিয়ংকর মন্ডল (৩৩) তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল জনতা ব্যাংকের সামনে রেখে ব্যাংকে যান। ব্যাংক থেকে বের হয়ে তার মোটরসাইকেল টি এক ব্যক্তি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পেয়ে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করেন।
এ সময় তার সাথে থাকা এক চোর পালিয়ে যায়। উত্তেজিত জনতার গণধোলাইয়ের এক পর্যায়ে সে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। বংশীপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৪০) চুরি করার সময় সাথে ছিল বলে জানায় সে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চোর আটকের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরায় শিশু ধর্ষণ: তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ
মাগুরা প্রতিনিধি
মাগুরার শিশু ধর্ষণ মামলার তিন পুরুষ আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চার আসামির মধ্যে তিন জনের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে তাদের ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আসামিদের মধ্যে একজন নারী। তিনি ছাড়া বাকি যে তিনজন পুরুষ আসামি রয়েছেন, তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন তারা মাগুরা জেলা কারাগারে রয়েছেন।’’
গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। পরে ৭ মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
৮ মার্চ চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। রবিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র। কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে।
মোঃ ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক প্রতিবন্ধী শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমকে কোর্টের মাধ্যমে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ধর্ষক গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে জামায়াত কর্মীসহ আহত ১২
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জামায়াত কর্মীসহ ১২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিমাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে আহতরা হলেন- আক্তার ফারুক, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সফিকুল ইসলাম, খোকন পাকানি, হেলাল, মাসুদ, আল মামুন, জামায়াত কর্মী তহুর মোল্যা, মিজানুর রহমান ও আব্দুর রহমান। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিবাদমান দু’পক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি আক্তার পক্ষের কয়েক তরুণকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুলের লোকজন। এ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুলের লোকজন। এ সময় আক্তার কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আক্তার সমর্থকরা সংঘবদ্ধভাবে হামলা চালায় আজিজুলের লোকজনের ওপর। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় নিকটাত্মীয় হওয়ায় আহত জামায়াত কর্মীরা বিএনপি নেতা আজিজুলের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে আক্তার ফারুক জানান, দলীয় অফিস বন্ধ করতে বাধা দেওয়ায় কয়েক কর্মীসহ তাঁর ওপর জামায়াত কর্মীদের নিয়ে হামলা চালায় আজিজুল, জহুর মোল্যা, আলআমিন ও রবিউল। পরে তাঁর সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিজেসহ তার ১২ কর্মী আহত হওয়ার দাবি করেন ফারুক।
আজিজুল সরদারের ভাষ্য–তাঁর লোকজনের ওপর আক্তার ফারুক হামলা করায় এলাকাবাসী সমবেত হয়ে পাল্টা জবাব দেয়। এ ঘটনায় তার পক্ষের ১৫ জন আহত হওয়ার দাবি করে তিনি আরও বলেন, জামায়াতের কর্মী না, বরং তার আত্মীয় হওয়ায় অপর সংগঠনের রাজনীতিতে জড়িত কয়েকজন আহত হয়েছে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখনও লিখিত অভিযোগ করেনি উল্লেখ করে তিনি জানান, দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
কুয়েটে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্মাণাধীন দশ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মো. মনিরুজ্জামান (৪৫) ওরফে মোহাম্মদ কালু (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত।
জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১ টা ২৫ মিনিটের সময় কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় নির্মাণ শ্রমিক কালু কাজ করার সময় হঠাৎ নীচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত বলেন, বুধবার বেলা সোয়া ১১ টার পর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিক পড়ে মারা গেছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার স্যার তাকে দেখতে গেছেন। বর্তমান ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি স্যারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
১৭নং ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া আয়োজন করে ১৭ নং ওয়ার্ড যুবদল। উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এবং যুবদল মহানগরের নেতৃবৃন্দ।
কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।
সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১১টায় কালোব্যাজ ধারণ, বেলা ১১টায় শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা সাড়ে ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় এতিমদের সাথে ইফতার।
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম, সাধনা ও আত্মসংযমের মাস। পবিত্র এ মাসটি আসে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। এ মাসে আমাদের সাম্য, সংযম ও মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সকলের। আমরা যদি নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবো। মহান আল্লাহ তায়ালা খুশি হয়ে আমাদের উত্তম প্রতিদান দেবেন। তিনি এই ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এ সময় আরও বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনার আলোচিত তকদির হোসেন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে বাগেরহাটে জিডি
স্টাফ রিপোর্টার
খুলনার আলোচিত-সমালোচিত ভূমিদস্যু শেখ তকদির হোসেন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সোমবার (১০ মার্চ) বাগেরহাট সদর থানার বাসিন্দা সুপ্রিয়া ইসলাম বাদী হয়ে এ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীতে অন্যান্যরা হলেন, খালিশপুরের হাউজিং এস্টেট-এর বাসিন্দা মাহির তাজা (২১), ও বৈকালী এলাকার শেখ ফেরদৌস-উর রহমান (৬০), শেখ মাহাবুবুর রহমান (৩২)।
ডায়েরীতে সুপ্রিয়া ইসলাম উল্লেখ করেন, তার ছেলে শেখ আরায বিন অহিদ সৌরভ বাগেরহাট সদর মডেল থানাধীন মিঠাপুকুর পাড় বরাদ্দ নিয়ে স্থাপনা নির্মাণ করা কালে বিবাদীগন ৫ মার্চ দুপুর অনুমানিক ২টার সময় নির্মানাধীন স্থাপনার সামনে আসিয়ে বিবাদীগন উক্ত নির্মানাধীন স্থাপনা তাহাদের বলিয়া দাবি করে। তখন বাদীর ছেলে ও আমার স্বামী উক্ত স্থাপনা তাদের দাবি করলে স্বামী ও ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় সৌরভ গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা পিতা-পুত্রকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এসময় তাদেও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন সৌরভ ও তার পিতাকে খুন জখমের হুমমিসহ মিথ্যা মামলা দেয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাহ করে। বর্তমানে তারা নিয়াপরাহীনতায় রয়েছেন।
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৫ শিকারী আটক
দাকোপ প্রতিনিধি
সুন্দরবনের শিবসা নদীতে অভিযান পরিচালনা করে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃত হরিণ শিকারীরা হলেন মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। ১২ মার্চ বুধবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ জন হরিণ শিকারী কে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
দিঘলিয়ার চার ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুত কমিটি গঠন
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার চারটি ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত করে সন্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার(১২ মার্চ) বিকালে উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু ও যুগ্ন আহবায়ক আব্দুর রকিব মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।ঘোষিত প্রস্তুত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলেও উল্লেখ করেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত এক সভায় এ সিদ্বান্ত হয়।উপজেলা আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু.বিশেষ অতিথি ছিলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক,যুগ্স আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম , খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
দিঘলিয়া উপজেলার চার ইউনিয়নের প্রস্তুতি কমিটির আহবায়কদের নাম ঘোষনা করা হয়েছে এরা হলেন, ১নং গাজীরহাট ইউনিয়নে আহবায়ক মোঃ বাদশা গাজী, সন্মানীত সদস্য বাবু রামপ্রসাদ অধিকারী।২নং রাকপুর ইউনিয়নে আহবায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ আলম চৌধরী।৩নং দিঘলিয়া ইউনিয়নে আহবায়ক
শেখ হাফিজুর রহমান, সন্মানিত সদস্য মামুন রেজা অপু। ৪নং সেনহাটি ইউনিয়নে আহবায়ক শেখ মোসলেম ইদ্দিন, সদস্য খন্দকার ফারুক প্রমুখ।
দিঘলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিউ সততা ফার্মেসি কে ৪৫ হাজার টাকা ও তানভীর ফার্মেসি কে ২৫ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। বাজার সূত্রে জানা যায়, নিউ সততা ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকার কারণে বড় ধরনের জরিমানা করে এবং দ্রুত লাইসেন্স করার জন্য নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।
মোংলায় শিশু ধর্ষণ চেষ্টার আসামী বরগুনা থেকে গ্রেপ্তার
মোংলা প্রতিনিধি
মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মালেক ফকির (৪৫) কে বরগুনা থেকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে মোংলায় নিয়ে আসেন পুলিশ। আসামি মালেক ফকির মোংলা পৌর শহরের আরাজী মাকড়ঢোন গ্রামের মৃত শামসু ফকিরের ছেলে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন তাকে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়ক এলাকায় গত শনিবার সকাল সাড়ে ১০ টায় পাঁচ বছরের কন্যা শিশুটি তার মামার বাসার সামনে খেলা করছিলো। ওই সময় চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ীর প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মোঃ মালেক ফকির (৪৫) শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির কান্না ও ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির দৌড়ে পালিয়ে যায়।
পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মামা শাহ আলম মোল্লা মালেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রবিবার মামলা দায়ের করেন। ঘটনার পর আসামি মালেক ফকির আত্নগোপনে চলে যায়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার বিকেলে বরগুনা জেলা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে আসামি মালেক ফকিরকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বাবু বিপদে-আপদে সব সময় কর্মীদের বুকে আগলে রেখেছে : হেলাল
রূপসা প্রতিনিধি
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আবু হোসেন বাবু ছিলেন তৃণমূলের নেতাকর্মীর ভালবাসার আস্থার স্থল । সে বিপদে -আপদে সব সময় কর্মীদের বুকে আগলে রেখেছে। বিগত ১৬ বছরে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বিক খোঁজ খবর সহ দলকে সুসংগঠিত করতে তার ভূমিকা ছিলো অসামান্য। তৃণমূলের এমন কোনো কর্মী নাই যে বাবুর সংস্পর্শ পায় নাই। তিনি বলেন বিগত আওয়ামী লীগ শাসনামলে বাবু বার বার মিথ্যা মামলায় কারাবরণ করেও দলের মানুষের কাছ থেকে সরে আসেনি। বাবু অতিসত্তর সম্পূর্ণ সুস্থ হয়ে খুলনার মাটিতে আবার ফিরে এসে জেলা বিএনপির নেতৃত্ব দিবে।
তিনি গতকাল বুধবার বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে নাগরিক সমাজ আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। আইচগাতী ইমাম পরিষদের সভাপতি মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবক শেখ আবু সাঈদ ও মল্লিক আব্দুস ছালামের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, আশরাফুল আলম নান্নু,খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, সদস্য সচিব আ: মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা কৃষকদলের সদস্য সচিব শেখ আবু সাঈদ,জেলা বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুল রহমান আরিফ,জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,গোলাম মোস্তফা তুহিন,বিএনপি নেতা শেখ মহিউদ্দিন,আবুল কালাম গোলদার, এনামুল কবীর, হুমায়ূন কবীর, এস এম আঃ মালেক,খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, জাহিদুল ইসলাম রবি,আছাফুর রহমান, আজিজুল ইসলাম নন্দু, শামীম হাসান, শফিকুল ইসলাম শফিক, বাশির মোল্যা, যুবদল নেতা মোল্যা রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু,হাকিম কাজী, এ্যাডঃ তাফসিরুজ্জামান, এইচএম কামরুল ইসলাম, মুন্না সরদার, খান আলিম হাসান, বনি আমিন সোহাগ, মহিতোষ ভট্টাচার্য, আরিফ মোল্যা, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, ফ ম মনিরুল ইসলাম, চৌধুরী শিহাবুল ইসলাম, রনি লস্কর, নাঈম আহমেদ, নজরুল ইসলাম, জাকির শেখ প্রমূখ।
রূপসায় বিএনপি নেতা আ: রশিদের মাতার ইন্তেকাল
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদের মাতা সবুরুনেচ্ছা (৭৬), গতকাল বুধবার ১১ টায় নিজ বাসভবন আইচগাতী ইউনিয়নের দেয়াড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ….. রাজিউন)। মরহুমের জানাজা নামাজ গতকাল বুধবার আসরবাদ দেয়াড়া বটতলা বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওঃ শাহ আলম। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম,মোস্তফা উল বারী লাভলু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, আশরাফুল আলম নান্নু,খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুল রহমান আরিফ, বিএনপি নেতা শেখ মহিউদ্দিন, হুমায়ূন কবীর,এস এম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, শফিকুল ইসলাম, মুন্না সরদার, ফ ম মনিরুল ইসলাম। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তার বাড়িতে যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য প্রমুখ। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
নেতৃবৃন্দের শোক : বিএনপি নেতা আব্দুর রশিদের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম প্রমুখ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডুমুরিয়া বিএনপি নেতা সালামকে শোকজ
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুস সালাম মহলদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় শোকজ করেছে খুলনা জেলা বিএনপি। গতকাল বুধবার (১২ মার্চ) জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। কেনো দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হবে না কারণদর্শাও নোটিশ প্রাপ্তির ৪৮ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, গত ১১ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটির অভিযোগ সত্য প্রমাণিত হলে আব্দুস সালাম মহলদার দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলীয় আর্দশ ভঙ্গের শামিল অপরাধ করেছেন। ফলে কেন দলীয় পদ, প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির দুইদিনের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত জবাব দপ্তর সেলে জমা দিতে নির্দেশনা দেয়া হয়।।
রূপসায় নদী ভাঙ্গনে শঙ্কিত ৫ শতাধিক কৃষক
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর, নৈহাটি, নেহালপুর, কিসমতখুলনা সহ কয়েকটি গ্রামের ৫ শতাধিক কৃষক চর শ্রীরামপুর ভেঁড়ি বাঁধ নদী ভাঙ্গনের কবলে পড়ায় দুশ্চিন্তা আর শঙ্কার ভেতর দিন কাটাচ্ছে। গতকাল ১২ মার্চ দুপুরে ভাঙ্গন পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এ সময় তিনি শ্রীরামপুর বিলের সংরক্ষণ বেরিবাঁধের ভাঙ্গন দেখেন ও এই বিলে চাষাবাদকারী অনেক ভুক্তভোগী কৃষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করেন। উপস্থিত ভুক্তভোগী কৃষকদের আশ্বস্ত করেন এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে সরকারিভাবে যেটা করা যায় সেটির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি সামাজিকভাবে কৃষকদের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা পরামর্শ দেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করার চেষ্টা করব। চর শ্রীরামপুর বিলে প্রায় ৫২৫ হেক্টর জমি আছে। পাঁচ শতাধিক কৃষক এ সকল জমি আবাদ করে নানারকম ফসল ফলিয়ে এ অঞ্চলের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে থাকে। এই বিলের যে জমি অত্যন্ত উর্বর । এসকল জমিতে বছরে তিনটি ফসল হয়। এ অঞ্চলের কৃষকরা সুখে শান্তিতে জমিগুলো আবাদ করে বিভিন্ন ধরনের সবজি, ফল ও ধান চাষাবাদ করে হাসিমুখে দিন কাটাচ্ছিল। কিন্তু বছর পাঁচেক আগে শ্রীরামপুর পালপাড়া হতে ইদ্রিস জমাদ্দারের ইট তৈরির ভাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ভেঁড়ি বাঁধ ভাঙ্গনের কবলে পড়ে। নানারকম জটিলতার কারণে ভাঙ্গন রোধ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। অদৃশ্য কারণে দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও চূড়ান্ত বেঁড়িবাধ নির্মাণে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। আর এ কারণে এ অঞ্চলের জনসাধারণ ও কৃষকদের মাঝে চলছে চরম অসন্তোষ ও শঙ্কা।
এ বিলে জমি চাষ করা একজন কৃষক আবু তাহের বলেন, আমরা বংশ পরম্পরায় এই বিলের জমি চাষাবাদ করে থাকি । এ অঞ্চলের উৎপাদিত ফসলে এলাকার খাদ্য চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা হয়। কিন্তু প্রকৃতির খেলায় আমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত। প্রায় ৫ বছর আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়ে আমাদেরকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। আমরা সব সময় ভয়ে থাকি কখন যেন বাঁধ ভেঙ্গে নদীর লবণ পানি বিলে ঢুকে যায়। আর আমাদের ফসল নষ্ট হয়ে যেতে পারে।
ভুক্তভোগী কৃষকরা অচিরেই একটি ভাঙ্গন প্রতিরোধক বাঁধ নির্মাণ করে কৃষি জমি রক্ষা ও কৃষি উৎপাদনকে ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন।
নারী দিবস উপলক্ষে সম্মাননা পুরস্কারে প্রথম রূপসার মরিয়ম
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার সাংবাদিক পত্নী মরিয়ম বেগমকে গত ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সন্মননা প্রদান অনুষ্টানে প্রথম পুরস্কার প্রদান করা হয়। রাজধানীর আগারগাও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আত্ননির্ভরশীল নারী হিসেবে ৪৯জন নারীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এদের মধ্যে ৪জনকে স্বাবলম্বী শ্রেষ্ট নারী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এদের মধ্যে রূপসার মরিয়ম বেগম ১ম স্থান অর্জন করেন।
মরিয়ম ২০১৭ সালে জয়িতা পুরস্কারসহ কেয়ার ইন্টারন্যাশনাল, আহসানিয়া মিশন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার একাধিক পুরস্কার অর্জন করেছেন।এ জাতীয় পুরস্কার রূপসা উপজেলায় প্রথম। মরিয়ম জাবুসা বিল পানি ব্যবস্থাপনা প্রকল্পের সদস্য। আত্নপ্রত্যয়ী মরিয়ম জানান পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
নারী-শিশু ধর্ষণ ও খুনের প্রতিবাদে খুলনায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
সারা দেশে অব্যাহত ভাবে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও খুনের প্রতিবাদ ও বিচারের দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১২ মার্চ বিকাল ৫টায় খুলনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা কমিটির আহ্বায়ক ও সিপিবি জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক ও খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)এর খুলন জেলার সদস্য সচিব কোহিনুর আক্তার কনা। উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমিউনিস্ট লীগের সমরেশ রায়, আনিসুর রহমান মিঠু, বাসদের আঃ করিম, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, মুক্তিযোদ্ধা নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, শ্রমিক নেতা এস এম চন্দন, এ্যাড. সনজিত মন্ডল, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশবাসী আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না। মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় দেশকে শোষণ বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। মানুষ তার সামাজিক মর্যাদা ফিরে পেতে চায়। কিন্তু আমার দেখছি প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, অব্যাহতভাবে হত্যাকাণ্ড চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। মব সন্ত্রাসে মানুষ মেরে ফেলা হচ্ছে। সমাবেশ থেকে খুন-ধর্ষণের বিচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জোর দাবী জানান হয়।
বিকেলে নিখোঁজ সন্ধ্যায় মিলল শিশুর লাশ, দাদি আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শাহাদাৎ মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ মোল্যা উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী স্বামীর সংসার ছেড়ে চলে যায়। পরবর্তীতে শাহাদাৎসহ তার মা’কে বিয়ে করেন ইব্রাহিম। ইব্রাহিমের মা রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারিয়ে যাওয়া নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের পর সকল জায়গা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়। সন্ধ্যায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড় থেকে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে রাখা মরদেহ উদ্ধার করেন।
পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.আশিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’