সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি নিজ জেলা সাতক্ষীরায় ফিরে পেয়েছেন গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা। ফুটবল মাঠে দেশের জন্য সাফল্য বয়ে আনায় তাকে বরণ করে নিয়েছে সাতক্ষীরার ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় সাতক্ষীরায় পৌঁছালে শহরের তুফান কোম্পানির মোড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম সুমন ,ধারাভাষ্যকার ইকবল হোসেন ও স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
এছাড়া অধিনায়ক প্রান্তি নিজ বাড়ি শহরের সুলতানপুরে পৌঁছালে পাড়া-প্রতিবেশীরাও তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রান্তির এ অর্জনে এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তার সাফল্যকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করেছেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “নিজ জেলা ও আপনজনদের এমন ভালোবাসা পেয়ে আমি অভিভূত। সাতক্ষীরা আমার শিকড়, এখান থেকেই আমার ফুটবল যাত্রা শুরু। ভবিষ্যতে আরও ভালো খেলে দেশের সুনাম বৃদ্ধি করতে চাই।”
সাতক্ষীরার ক্রীড়া সংগঠকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রান্তির মতো আরও অনেক মেয়ে এ জেলার ক্রীড়াঙ্গন থেকে উঠে আসবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।