আইপিএলে ১১ কোটির পেসারকে নিয়ে শঙ্কা

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএলের তোড়জোড় শুরু হয়েছে। তবে আসর শুরুর ১১ দিন বাকি থাকতে বড় ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। চোটের কারণে অর্ধেক আইপিএলে খেলতে পারবেন না দলটির পেসার মায়াঙ্ক যাদব।

গত মৌসুমে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। যে কারণে, লখনউ মায়াঙ্ককে নিলামে তোলেনি। ধরে রেখেছিল তাকে। ২০২৩ সালের আইপিএলেও চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি মায়াঙ্কের। তার অভিষেক হয়েছিল গত বছর। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও নিয়েছিলেন তিন উইকেট। পর পর দু’ম্যাচে সেরা হয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে পুরো মৌসুম খেলতে পারেননি। তবুও ১১ কোটি রুপি দিয়ে মায়াঙ্ককে রেখে দেয় লখনউ।

এদিকে মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে লখনউ। সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান বলেন, ‘আমরা চাই মায়াঙ্ক ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামুক। শুধু ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে নই।’

এবারের আইপিএলে লখনউয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে তারা।