হ্যাটট্রিক করে সিটিকে জেতানো কে এই মিসরীয়

0
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

প্রিমিয়ার লিগ তো বটেই, বিশ্ব ফুটবলেই মিসরীয় তারকা বলতে মানুষ বোঝে মোহাম্মদ সালাহকে। এবার আগমনী বার্তা দিলেন আরও এক মিসরীয়। তার নাম ওমার মার্মাউশ। গতকাল শনিবার রাতে তার হ্যাটটিকেই নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফেরে সিটি।


ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের মাঠে ৫-২ গোলে ধরাশায়ী হয়েছিল সিটি। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হেরে যায় ৩-২ ব্যবধানে। এরপরই দাপুটে জয় দিয়ে ঘুরে দাঁড়াল পেপ গার্দিওলার দল।

আগের চার ম্যাচে গোলশূন্য থাকার পর এই ম্যাচে হঠাৎ জ্বলে ওঠেন মার্মাউস। ইত্তিহাদ স্টেডিয়ামে প্রথম গোল পান ১৯তম মিনিটে। হ্যাটট্রিক করতে মিসরীয় এই তারকা সময় নিয়েছেন মোটে ১৩ মিনিট। পরের দুইটি গোল আসে ম্যাচের ২৪ ও ৩৩তম মিনিটে। শেষদিকে আরও এক গোল দিয়ে ব্যবধান বাড়ান জেমস ম্যাকাটি।

গত মাসেই জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুট থেকে প্রায় সাড়ে সাত কোটি ইউরোয় সিটিতে যোগ দেন মার্মাউশ। চলতি মৌসুমের প্রথম ভাগে ফ্রাঙ্কফুর্টের হয়ে ২০টি গোল করার পর তার ওপর চোখ পড়েছিল সিটির।

এদিন একটি রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনও। প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হয়েও সতীর্থের গোলে অবদান রাখায় সবচেয়ে ওপরে এখন তিনি। মোট ৬টি অ্যাসিস্ট আছে তার। এই তালিকায় দুইয়ে থাকা গোলকিপার সাবেক ইংলিশ গোলরক্ষক পল রবিনসন।

গতকাল জয়ের ফলে ২৫ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখনো ১৩ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা।