স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের ক্রিকেটে একসময় দাপট নিয়েই খেলতেন কামরান আকমল-উমর আকমল ভাইদ্বয়। তাদের আরেক ভাই আদনান আকমলকেও দেখা গেছে পাকিস্তান জাতীয় দলের জার্সিতে। দাপটের দিক হিসেব করলে এই তিন ভাইকেও ছাড়িয়ে গেছেন তাদের খালাতো ভাই বাবর আজম। তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নেই বলেই জানেন ক্রিকেটপ্রেমীরা। যদিও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে খালাতো ভাইকে উপদেশই দিলেন উমর।
বাবরের ব্যাটিং পজিশন নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা হচ্ছে। ওয়ান ডাউন থেকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছে তাকে। যদিও নতুন এই ভূমিকায় খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ১২, ২৩ ও ২৯ রানের ইনিংস খেলেছেন যৌথভাবে দ্রুততম ৬ হাজার রান করা এই তারকা।
সদ্য খোলা ইউটিউব চ্যানেলে উমর বলেন, ‘আমাদের শুরুর ব্যাটার, আমরা যাকে কিং বাবর ডাকি, তার বড় স্কোর করতে হবে। তার উপর অনেক দায়িত্ব আছে। সে ওপেনিং করবে, তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। তাই, তাকে যদি ওপেনার হিসেবে আস্থা রাখা হয়, তাহলে তার সেই আস্থার প্রতিদান উচিত।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও আকমল প্রশ্ন তোলেন। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের অবস্থা তুলে ধরে তিনি জানান, মাঠটি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের জন্যই অনুকূল।
উমরের ভাষ্য, ‘টস জিতে মোহাম্মদ রিজওয়ানের প্রথমে বোলিং করা উচিত ছিল, কারণ করাচির স্টেডিয়ামে বল আলোতে স্কিড করে এবং আমাদের বিরুদ্ধে তারা যে স্কোরই করুক না কেন আমরা সহজেই তাড়া করতে পারতাম। তাই, রিজওয়ানের এই সিদ্ধান্ত পাকিস্তান দলের জন্য ভুল হয়েছে।’