নাফ নদীতে জেলের জালে ১৯৪ কেজির ভোল মাছ

7
Spread the love


ঢাকা অফিস।।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ভোল মাছ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ভোল মাছটি ধরা পড়ে।

সাত ফুট লম্বা ও ছয় ফুট গোলাকার মাছটির ওজন ১৯৪ কেজি। পরে ঘাটে আনা হলে মাছটি ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান।

তিনি বলেন, দীর্ঘ আট বছর পর জেলেরা নাফ নদীতে মাছ শিকারের অনুমতি পান। পরে শাহপরীর দ্বীপের কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন ট্রলার মাছ শিকারের জন্য সকালে গোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক জাল টানার চেষ্টা করে জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় ভোল মাছটি জালে আটকে যায়। পরে মাছটি ২ লাখ ৫০হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলার মালিক কালু ফকির বলেন, এত বড় মাছ যে জালে আটকাবে, তা কল্পনা করেনি। মাছটি প্রথমে ৪ লাখ টাকা দাম চেয়েছিলাম। পরে ২ লাখ ৫০ হাজার টাকায় এক ব্যবসায়ী কিনে নেন।