বিনোদন ডেস্ক।।
বাবা অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্র জগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না শ্রুতি হাসানের জন্য। মাত্র ছয় বছর বয়সে গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। অভিনয় জগতেও শ্রুতির হাতেখড়ি হয় ছোটবেলায়। আপাতত থিতু হয়েছেন অভিনয়েই। এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শ্রুতি হাসান প্রথম সারির নায়িকাদের একজন। চলতি বছরে এ অভিনেত্রী হাজির হচ্ছেন তিন সিনেমা নিয়ে।
আসছে ১২ এপ্রিল ভারতজুড়ে মুক্তি পাবে শ্রুতি অভিনীত ‘কুলি’। এ সিনেমায় শ্রুতি অভিনয় করেছেন রজনীকান্তের সঙ্গে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ চলচ্চিত্রটির অন্যতম মূল চরিত্র তিনি। অ্যাকশন থ্রিলার ছবিটিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ‘প্রীতি’। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এরপর মুক্তি পাচ্ছে ‘সালার পার্ট ২’।
২০২৩ সালে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলে প্রভাস ও শ্রুতি হাসান অভিনীত ‘সালার’ সিনেমা। দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রুতির অভিনীত সালার পার্ট-২। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছর ১৪ নভেম্বরে।
এরপর মুক্তি পাবে ‘জননায়ক’। এ সিনেমায় তাঁর নায়ক বিজয় থালাপাতি। এটি বিজয়ের ৬৯তম সিনেমা। এ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন বিজয় থালাপাতি।
জানা যায়, বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। সিনেমাটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে। সিনেমার শুটিং চলমান রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ এখনও নিশ্চিত করেননি নির্মাতা এইচ বিনোথ। সবকিছু ঠিকঠাক থাকলে চলচ্চিত্রটি চলতি বছর অক্টোবরে মুক্তি পাবে।