স্টাফ রিপোর্টার।।
অবশেষে বদলী হলেন খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস। খুলনা থানা থেকে তাকে এপিবিএন (খুলনা ব্যতিত) বদলীর আদেশ দিয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ড) আবু নাসের মোহাম্মাদ খালেদ স্বাক্ষরিত আদেশে এ বদলী করা হয়েছে। আদেশে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় ২৭ ফেব্রুয়ারি থেকে তাৎক্ষনিক অবমুক্ত হয়েছে মর্মে গণ্য হবে উল্লেখ করা হয়েছে।