এশিয়ান চ্যাম্পিয়নশিপ জুজুৎসুতে রৌপ্য ও তাম্রপদক জয় ২ বাংলাদেশির

1
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ২য় এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতায় একটি করে রৌপ্য ও তাম্রপদক জিতেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। চলতি বছরের এই প্রতিযোগিতায় ৩০টি দেশের ১ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।


ফাইটিং সিস্টেমে ৫৭ কেজি+ ওজন শ্রেণিতে রৌপ্যপদক জিতেছেন নুসাইবা তাসনিম রহমান এবং তাম্রপদক জিতেছেন মাশরিফা নাজিয়ান। তারা দুজনই জাতীয় যুব জুজুৎসু দলের প্রশিক্ষক মো. শাওন মন্ডলের ছাত্রী।

শাওন মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আজমল মন্ডলের জ্যেষ্ঠ ছেলে। এর আগে শাওন ‘ওয়ার্ল্ড গেমস-২০২৫’-এর র‌্যাংকিংয়ে ৮ম পর্যায়ে ছিলেন, যা বাংলাদেশ জুজুৎসু ক্রীড়ায় সর্বোচ্চ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জুজুৎসু দলের খেলোয়াড় ও যুব জুজুৎসু দলের প্রশিক্ষক। এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ‘হোপ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ’-এর কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শাওন।