সটাফ রিপোর্টার।।
ডুমুরিয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদের নির্বাচনি প্রচারনায় পাশে থাকা আটুলিয়া ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন এখন বিএনপির ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক। এলাকায় দলীয় নেতা কর্মীদের মাঝে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে।
সুত্রে জানাযায়, গত ৭ জানুয়ারী/২৪ ডুমুরিয়ায় সাবেক সাংসদ নারায়ন চন্দ চন্দ এর পাশে থেকে একটি মন্দির উদ্বোধন ও নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন।
তিনি সেই সময় সাবেক সাংসদের পাশে সব সময় সকলকে থাকার আহবান ও আগামীতে তাকে আবার নির্বাচিত করার আহবান জানান চেয়ারম্যান হেলাল উদ্দিন। অথচ গত ৫ আগষ্টের পরই তিনি হঠাৎ ভোল্ট পাল্টে বনেজান বিএনপির লোক। অবশেষে অতিসম্প্রতি আওয়ামী চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছেন মফিজ মোল্লা।
এই ঘটনার পর থেকে ডুমুরিয়া ও আটুলিয়া ইউনিয়ন এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্হানীয় বিএনপির নপতা কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ব্যপারে দলের উর্ধতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করছেন। তানা হলে বিএনপির সকল স্তরের নেতা কর্মী নানা কর্মসূচ পালনের ঘোষনা দেয়া হবে।