ডুমুরিয়ার ৭ জানুয়ারী/২৪’র আ.লীগ কর্মী চেয়ারম্যান হেলাল এখন বিএনপি নেতা

52
Spread the love

সটাফ রিপোর্টার।।
ডুমুরিয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদের নির্বাচনি প্রচারনায় পাশে থাকা আটুলিয়া ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন এখন বিএনপির ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক। এলাকায় দলীয় নেতা কর্মীদের মাঝে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে।
সুত্রে জানাযায়, গত ৭ জানুয়ারী/২৪ ডুমুরিয়ায় সাবেক সাংসদ নারায়ন চন্দ চন্দ এর পাশে থেকে একটি মন্দির উদ্বোধন ও নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন।

তিনি সেই সময় সাবেক সাংসদের পাশে সব সময় সকলকে থাকার আহবান ও আগামীতে তাকে আবার নির্বাচিত করার আহবান জানান চেয়ারম্যান হেলাল উদ্দিন। অথচ গত ৫ আগষ্টের পরই তিনি হঠাৎ ভোল্ট পাল্টে বনেজান বিএনপির লোক। অবশেষে অতিসম্প্রতি আওয়ামী চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছেন মফিজ মোল্লা।


এই ঘটনার পর থেকে ডুমুরিয়া ও আটুলিয়া ইউনিয়ন এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্হানীয় বিএনপির নপতা কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ব্যপারে দলের উর্ধতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করছেন। তানা হলে বিএনপির সকল স্তরের নেতা কর্মী নানা কর্মসূচ পালনের ঘোষনা দেয়া হবে।