বাদ যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী ও কবি-সাহিত্যিকদের নাম
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড.গোলাম রহমান এর সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার সকালে প্রফেসর ড. গোলাম রহমান নিজে উপস্থিত থেকে নিজের নামের নামফলক উন্মোচন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে পরিচিত ছিল। বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটির নাম পরিবর্তন করে রাখে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন। এখন ভবনটি ‘প্রফেসর ড.গোলাম রহমান প্রশাসনিক ভবন’ নামকরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আরো ১৫টি ভবনের নাম পূর্বের নামে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে। এগুলো পতিত সরকারের সময় পরিবর্তন করা হয়েছে।
যেমন শেখ মুজিবুর রহমান হলের নাম পূর্বের নামে রাখা হচ্ছে বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হচ্ছে বিজয় ২৪ হল, ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন হচ্ছে একাডেমিক ভবন ০১, আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন হচ্ছে একাডেমিক ভবন ০২, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন হচ্ছে একাডেমিক ভবন ০৩, জয় বাংলা ভবন হচ্ছে একাডেমিক ভবন ০৪, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন হচ্ছে প্রশাসনিক ভবন, শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবন হচ্ছে প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন, লালন সাঁই মিলনায়তন হচ্ছে টিএসসি ভবন, শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সুলতানা কামাল জিনেসিয়াম হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার, শহিদ বুদ্ধিজীবী ড. জোতির্ময় গুহঠাকুরতা আবাসিক ভবন হচ্ছে প্রফেসরস কোয়ার্টার, শহিদ বুদ্ধিজীবী ড. সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবন এসিস্ট্যান্ট প্রফেসরস কোয়ার্টার, শহিদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেব আবাসিক ভবন হচ্ছে এসিস্ট্যান্ট প্রফেসরস কোয়ার্টার, শহিদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান আবাসিক ভবন হচ্ছে লেকচারা’স কোয়ার্টার।
এছাড়াও ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর নামে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আনুষ্ঠানিক ভাবে শহীদ মুগ্ধ তোরণ করা হবে। জুলাই আগষ্টে আন্দোলনে আন্দোলনরত ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম করন মুগ্ধ তোরণ করেন। এছাড়াও নির্মিত হবে শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভ, বিশ্ববিদ্যালয়ের যাদুঘরে হবে শহীদ মুগ্ধ কর্নার এবং ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদ স্মরণে স্মৃতি স্তম্ভ।
উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল।