কবির হোসেন, দোহা-কাতার
এই সুযোগটি কাতারের আবাসন আইন লঙ্ঘনকারীদের জন্য, যারা আইডি-ভিসার মেয়াদ শেষ করে ফেলেছে এবং এখন কাতারে অবস্থান করছে।
নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগে তারা জেল-জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন। ক্ষমার মেয়াদ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ৩ মাস চলবে।
এই তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে চলে যেতে পারবেন। আর যদি পাসপোর্ট না থাকে বা অন্য কোনো মামলার সমস্যা থাকে, তবে “সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্ট, সালওয়া রোড”- সানাইয়া শিল্প এলাকায় এ উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন। সময়: দুপুর ১:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত।