যে সুখ স্মৃতি নিয়ে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার বাসনা

0
Spread the love


স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ওপেনার লিটন দাস না থাকলেও আছেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। যাদের নিয়ে দারুণ বিশ্বাস অধিনায়ক শান্তর। তিনি বলেন, ‘দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, গত চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছে। তাদের অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে অধিনায়ক হিসেবে নির্দিষ্ট কারও ওপর নির্ভরশীল হতে চাই না। দল হিসেবে যেন খেলতে পারি। যেই খেলবে দায়িত্ব নিয়ে খেলে যেন দলকে জেতাতে পারে। রিয়াদ ভাই মুশফিক ভাইর অভিজ্ঞতা যেন সবাইকে দেয়, তাদের ভাবনা যেন মাঠের ভেতর শেয়ার করে।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চ্যালেঞ্জ হবে উইকেট। যা মানছেন শান্ত নিজেও। তবে তার জন্য প্রন্তুত বলে জানান তিনি। টাইগার অধিনায়ক বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে চ্যালেঞ্জ, বাড়তি চাপ থাকবেই। আমি পাকিস্তানে আশা করছি ৩০০+ উইকেট হবে। এ ধরনের স্কোর করতে হবে আগে ব্যাট করলে। ডিফেন্ড করার ক্ষেত্রেও এমন রান ডিফেন্ড করা লাগবে। দুবাইতে একেক সময় একেক রকম হয়। তাও আমার মনে হয় ২৬০-২৮০ এর ভেতরেই থাকবে। এভাবে সংখ্যা অনুমান করা কঠিন, তবে অতীত দেখলে এমনই থাকে। নির্দিষ্ট দিনে কত রান করা দরকার বা কত রানে আটকানো দরকার এসব এনালাইসিস করবো।’