স্বর্ণজয়ী মাবিয়াকে বিয়ে করলেন আরেক ভারত্তোলক

5
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

মাঠের বাইরের ঘটনা দিয়ে সংবাদের শিরোনাম হলেন স্বর্ণ জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বিয়ে করেছেন মাদারীপুরের এই সন্তান।জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছেন আরেক ভারত্তোলক সাকায়াত হোসেন প্রান্তকে। গত শুক্রবার ঘরোয়াভাবেই বিয়ে হয়েছে তাদের।


মাবিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে, ভারতের গৌহাটিতে স্বর্ণ জিতে। এরপর ২০১৯ সালে কাঠমান্ডুতেও শিরোপা জেতেন তিনি। তার স্বামী প্রান্তরও পদক জয়ের রেকর্ড আছে। এসএ গেমসে ব্রোঞ্জপদক জিতেছিলেন কুষ্টিয়ার প্রান্ত। স্বামী-স্ত্রী দুজনেই আনসারের হয়ে খেলেন।

মাবিয়া-প্রান্ত দুজন একই খেলায় আছেন। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে কৌতুহল, হয়তো প্রেম করেই বিয়ে করেছেন তারা। তবে মাবিয়া জানালেন, প্রথাগত প্রেম ছিল না তাদের মধ্যে। ২০২৩ সালের প্রথমদিকে প্রান্ত ভালো লাগার বিষয়টি জানালে আলোচনা হয় দুই পরিবারের মধ্যে। এই বছর সেটি গিয়ে গড়ায় বিয়েতে।

বিদেশ কিংবা অন্য চাকুরি বা ব্যবসা নয়, বিয়ের পর ক্রীড়াক্ষেত্রেই দুজনে স্থায়ী হতে চান জানিয়ে মাবিয়া বলেন, ‘আমরা দুই জন একই খেলার। এতে আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। দুই জনই ক্রীড়াঙ্গনেই থাকতে চাই। সব কিছু ভেবেই আমাদের পথচলা।’