সাকিব প্রশ্নে উত্তর নেই সিমন্সের

1
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এখন অতীত। কেননা কোনো ফরম্যাটেই তাকে আর বিবেচনা করা হচ্ছে না। মূলত রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ব্র্যাত্য হচ্ছেন বলে অনেকে মনে করেন।

সাকিব নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে দেশে ফিরতে না পারায় সম্ভাব্য বিদায়ী টেস্ট খেলতে পারেননি। তবে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে বিদায়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন। পরে সেটাও আর হয়নি। কেননা চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশের ঘোষিত দলে সাকিবের জায়গা মেলেনি। এটা নিয়ে আলোচনা, বিতর্ক হয়েছে বিস্তর।

অবশ্য বিসিবির কাজ সহজ হয় যায় সাকিবের ক্রিকেটীয় এক সমস্যার কারণেই। কাউন্টি খেলতে গিয়ে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি। তাকে দলে না রাখার পক্ষে শক্ত যুক্তি মিলে যায়। দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, শুধু ব্যাটার সাকিবকে দলীয় সমন্বয়ে জায়গা দিতে পারেননি তারা।

দল ঘোষণা সময় হেড কোচ সিমন্স ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। তার ভাবনা তখন জানা যায়নি। তবে জানা গেল না এখনও। বিসিবিতে সোমবার কোচকে প্রশ্ন করা হলো, বোলিং অ্যাকশনের সমস্যা না থাকলে সাকিবকে কি চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হতো? মুখে হাসি নিয়ে ধীরস্থির কণ্ঠে সিমন্সের উত্তর, `এই প্রশ্নের উত্তর দিতে পারব না।‘