লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন আরাউহো

3
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার বড় জয়ে চোট পেয়েছেন রোনাল্দ আরাউহো। খেলার ১৬তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে বেকায়দায় পড়ে যান তিনি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি।


টিভি ক্যামেরায় দেখা যায়, অ্যাঙ্কেলে বরফ লাগিয়ে বেঞ্চে বসে আছেন আরাউহো। পা মচকে গেছে আরাউহোর। তার চোটের অবস্থা জানতে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি।

তবে এমনটা হলে বার্সেলোনার জন্য হবে বড় ধাক্কা। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলের রক্ষণভাগের ভরসাদের একজনকে না পাওয়া ভোগাতে পারে তাদের।

এদিকে আরাউহোকে ছাড়া লা লিগায় রায়ো ভাইয়েকানো, ওসাসুনা ও রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে হতে পারে বার্সেলোনার। এছাড়া কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।